পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘আদাত’, ‘কুছ ইস তারহা’, ‘বা খুদা’, ‘দিল দিয়া গাল্লা’সহ অসংখ্য জনপ্রিয় গানের জন্য তিনি ভক্তদের কাছে পরিচিত। সম্প্রতি তিনি তার কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তবে সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে তার একটি কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। কনসার্টে আতিফ আসলাম যখন গান গাইছিলেন, তখন এক নারী ভক্ত আচমকা মঞ্চে উঠে পড়েন।
এরপর তিনি গানের তালে তালে অদ্ভুতভাবে নাচতে শুরু করেন এবং ঠোঁট মেলাতে থাকেন। একপর্যায়ে নাচতে নাচতে তিনি মঞ্চ থেকে নেমে যান।
এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওই তরুণীর এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
একজন লিখেছেন, ‘সংগীত মানুষকে পাগল, অস্বাভাবিক এবং পঙ্গু করে দিয়েছে। এমন মানুষ দেখলে হাসি পায়।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটি চরম মূর্খতা, এবং মানুষ মনে করে এমন কাজ তাদের আধুনিক ও আপডেটেড করে।’
শুধু ওই তরুণীই নন, আতিফ আসলামও সমালোচনার শিকার হচ্ছেন। সম্প্রতি তার বাবা মারা গেছেন। এরপরও তিনি কনসার্ট চালিয়ে যাচ্ছেন বলে অনেকে তার সমালোচনা করছেন।
এসএন