রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার দেশ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তিনটি সমস্যা চিহ্নিত করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের আয়োজিত ঐতিহাসিক সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার আগে দুই নেতা বৈঠকে বসেন।
পুতিন বলেন, “চীনের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো বড় ইস্যু নেই। আসলে অন্য যেকোনো দেশের তুলনায় চীনের সঙ্গেই সমস্যার সংখ্যা সবচেয়ে কম। তবে আজ আমরা তিনটি সমস্যা চিহ্নিত করেছি, যা আমি (আপনাকে) পরে বলব। আমরা চীনের সঙ্গে এই বিষয়গুলোতে এগিয়ে যেতে প্রস্তুত।”
রাশিয়ার প্রেসিডেন্ট বেলারুশের সঙ্গে সম্পর্ক নিয়েও সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যিক লেনদেন এখন ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
অন্যদিকে লুকাশেঙ্কো গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত পুতিনের বৈঠককে স্বাগত জানান।
“আমি আপনাকে অভিনন্দন জানাই, ট্রাম্পের সঙ্গে দুর্দান্ত বৈঠক করার জন্য। আমরা দুপক্ষই সেটিকে স্বাগত জানিয়েছি। এখানে জেতা-হারার প্রশ্ন নেই— আপনারা একসঙ্গে দারুণ কাজ করেছেন।”
ইউক্রেন প্রসঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন, “ইউক্রেনের হাতে এখন কোনো পাল্টা দেওয়ার মতো কিছু নেই। শুধু পশ্চিমা দেশগুলো বসে সমালোচনা করছে। আমি বিশ্বাস করি, তারা একসময় বুদ্ধিমান হবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আপনার নেওয়া উদ্যোগে যোগ দেবে।”
এদিকে পুতিন একই দিনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গেও বৈঠক করেন। ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী, ওই বৈঠক মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়েই কেন্দ্রীভূত ছিল।
এমআর/এসএন