সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ২৫ জন বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বিচারপতিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
রাষ্ট্রপতি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন। বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেতন থাকবেন মর্মে রাষ্ট্রপতিকে অবগত করেন।
২৫ বিচারপতি হলেন- বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), বিচারপতি মো. সাইফুল ইসলাম, বিচারপতি মো. নুরুল ইসলাম, বিচারপতি শেখ আবু তাহের, বিচারপতি আজিজ আহমদ ভূঞা, বিচারপতি রাজিউদ্দিন আহমেদ, বিচারপতি ফয়সাল হাসান আরিফ, বিচারপতি এস এম সাইফুল ইসলাম, বিচারপতি মো. আসিফ হাসান, বিচারপতি মো. জিয়াউল হক, বিচারপতি দিহিদার মাসুম কবীর, বিচারপতি জেসমিন আরা বেগম, বিচারপতি মুরাদ–এ–মাওলা সোহেল, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. রাফিজুল ইসলাম, বিচারপতি মো. মনজুর আলম, বিচারপতি মো. লুৎফর রহমান, বিচারপতি রেজাউল করিম, বিচারপতি ফাতেমা আনোয়ার, বিচারপতি মাহমুদ হাসান, বিচারপতি আবদুর রহমান, বিচারপতি সৈয়দ হাসান যুবাইর, বিচারপতি এ এফ এম সাইফুল করিম, বিচারপতি উর্মি রহমান এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।
কেএন/টিকে