নির্বাচনে কার সঙ্গে জোট বাঁধবে বিএনপি? মুখ খুললেন রুমিন ফারহানা

এবারের নির্বাচনে বিএনপি কারো সঙ্গে জোট বাঁধবে কিনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। সেই সঙ্গে এই সরকারের ব্যর্থতার ফলে আ. লীগের প্রত্যাবর্তন হতেও পারে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।

বিএনপির জোট বাঁধা প্রসঙ্গে রুমিন বলেন, ‘নির্বাচনে এখনো চারমাস বাকি আছে। যদি কোন জোট হয় সেটা হতেই পারে চার মাসে। সেই ব্যাপারে আমি এখনো স্পষ্ট কিছু জানি না। তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই। অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যেই ধরনের নির্বাচন দেখেছি, যেমন- আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমরা নৌকা মার্কা দেবো না।

কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙ্গলের প্রার্থী। আপনার নিশ্চয়ই মনে থাকবে। আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী। এই ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম চাই না।

রুমিন আরো বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলং মেজরিটি পেতে যাচ্ছে মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন। মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়েও যে খুব লাভ হবে এইবারের নির্বাচনে সেটাও আমি মনে করি না। কারণ, কোনো আসনে যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ক্যান্ডিডেটও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যায় ওই দল থেকে জোটের প্রার্থীর পক্ষে জেতাটা কঠিন হবে।’

জামায়াত ইসলাম বিএনপিকে ছাড়াই একটি জোট করবার পরিকল্পনা করেছে। সেখানে ডানপন্থী, বামপন্থী সবাই আছে।

শুধু বিএনপি থাকবে না এরকম কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘কারা কারা থাকবে এটা যদি আরো স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। শুধু বলা আছে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সবাই নাকি থাকবে।’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া ও রাজনীতিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, নিষিদ্ধ না। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে। দেখুন সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারতো বাংলাদেশের, যে একটা ঝড়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে গত ১৫ বছর এবং আরো ভয়ানক পরিস্থিতি হয়েছে গত ২৪ সালের আগস্ট এবং জুলাই মাসে। তারপরে যদি একটা বছরে গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং-এ বাংলাদেশকে নিতে পারতো, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন ছিল। আজকে আওয়ামী লীগের যেই ঝটিকা মিছিল আপনারা বনানী বা ধানমন্ডিতে দেখছেন, আওয়ামী লীগের সভানেত্রীর যে টেলিফোন কনভারসেশনগুলো আমরা ভাইরাল হতে দেখছি, তার একটাও হতে পারতো না।

আওয়ামী লীগকে ক্ষমা চেয়েই বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো। কিন্তু আমি কিছুদিন আগে দেখছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ যা যা করেছেন এবং উনি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন, সেই একই ঘটনা যদি আমরা ২৪-এর পরেও বাংলাদেশে ঘটতে দেখি, আমরা যদি গত এক বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি, তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন? আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্যে দিয়ে আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনভাবে ঠেকাতে পারবেন না।’

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন নীতিমালার খসড়া অনুমোদন Sep 04, 2025
img
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব Sep 04, 2025
img
অভিনেত্রী মালাইকার সঙ্গে বাবার বয়সের পার্থক্য মাত্র ১২ বছর! Sep 04, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় বগি রেখেই ছাড়লো ট্রেন, চলাচল স্বাভাবিক Sep 04, 2025
img
প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরাই হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করছে: রিজভী Sep 04, 2025
img
দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী গওহর খান Sep 04, 2025
img
‘ঘটনা ঘটতে দেখবেন’, পুতিনকে ট্রাম্পের হুমকি! Sep 04, 2025
img
রাজসাক্ষী মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত ট্রাইব্যুনালের: প্রসিকিউশন Sep 04, 2025
img
আইপিএলের আগে দর্শকদের বড় দুঃসংবাদ দিল বিসিসিআই Sep 04, 2025
img
শেখ হাসিনা কিছু ক্ষুদে স্বৈরাচার রেখে গেছেন: আমীর খসরু Sep 04, 2025
img
রাজাকার নিয়ে কথা বলার পর থেকে ঘুমাতে পারছি না : আব্দুল কাদের Sep 04, 2025
img
কোয়াবের নির্বাচন আজ, সভাপতি পদে লড়ছেন মিঠুন ও শাহেদ Sep 04, 2025
img
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় আজহারীর নিন্দা Sep 04, 2025
img
ইনজুরিতে প্রোটিয়া তারকা, ছিটকে গেলেন ইংল্যান্ড সিরিজ থেকে Sep 04, 2025
img
ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ইতিহাস গড়ার পথে স্পেন্স Sep 04, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ Sep 04, 2025
img
ক্রিকেটকে বিদায় জানালেন, আইপিএলে তিন হ্যাটট্রিকের মালিক Sep 04, 2025
img

প্রেসক্লাবে শামসুজ্জামান দুদু

নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র তার উদ্যোক্তা আওয়ামী লীগ Sep 04, 2025
img
মিথ্যা হলফনামা দিয়ে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন শেখ রেহানা Sep 04, 2025
img
বেঙ্গালুরুর ঘটনায় অবশেষে মুখ খুললেন কোহলি Sep 04, 2025