কিকু শারদাকে ছাড়া কপিল শর্মার শো যেন অসম্পূর্ণ। কিন্তু সেই কিকুই নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার জনপ্রিয় পাপারাজ্জি হ্যান্ডেল ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, কিকু নাকি কপিল শর্মার নেটফ্লিক্স শো ছেড়ে দিয়েছেন।
জানা গেছে, কিকু একটি নতুন রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ কাজের চুক্তি সই করেছেন, যা খুব শিগগিরই আমাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিম হবে। শো-টি হোস্ট করবেন অশ্নীর গ্রোভার। এ কারণেই কিকু নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ’ ছেড়ে দিয়েছেন।
কিকু যদিও এখনও কপিলের শো ছাড়ার বিষয়টি নিশ্চিত করেননি। তবে বিষয়টি সামনে আসে সেটে সহ-অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে তাঁর তর্কাতর্কির পর।
সোশ্যাল মিডিয়ায় কিকু এবং ক্রুষ্ণার ওই কথা কাটাকাটির একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওর শুরুতে কিকুকে বলতে শোনা যায়, “আমি কি শুধু টাইমপাস করছি?”। এতে কৃষ্ণা বিরক্ত হয়ে উত্তর দেন, “তাহলে ঠিক আছে, আপনি-ই করুন। কোনও সমস্যা নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি।”
তখন কিকু বলেন, “কথা হলো, যেহেতু আমাকে ডাকা হয়েছে, তাই আগে আমার অংশটা শেষ করতে দিন।” কৃষ্ণা জবাবে শান্তভাবে বলেন, “আমি আপনাকে ভালোবাসি এবং সম্মান করি, আমি আমার গলা তুলতে চাই না।
ভিডিওর শেষে কিকু বলেন, “গলা তোলার ব্যাপার নয়, আপনি বিষয়টিকে ভুলভাবে নিচ্ছেন।” তবে কিকু এবং ক্রুষ্ণার সেই বাকবিতণ্ডা আদৌ সত্যি না নিছক মজা, তা জানা যায়নি।
কিকু শারদা কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য। বহু বছর ধরে তিনি কপিলের সঙ্গে কাজ করছেন এবং বাম্পার লটারি–র মতো চরিত্রে অভিনয় করে দর্শকদের বিনোদন দিয়েছেন।
আগে এক সাক্ষাৎকারে কিকু স্পষ্ট করে বলেছিলেন যে, কপিলের শোগুলিতে মহিলা সেজে অভিনয় করতে তার কখনও কোনো দ্বিধা ছিল না। তার কথায়, “মহিলা সেজে অভিনয় করা নিয়ে আমার কোনও দ্বিধা নেই। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো’-এর সময় থেকেই আমি এটা করছি। আমি একজন অভিনেতা, তাই আমার কাছে যা চরিত্র আসবে, তা নিখুঁতভাবে করা উচিত।
যতক্ষণ পর্যন্ত দর্শকদের আমি বিনোদন দিতে পারছি, ততক্ষণ এটা ঠিক আছে। আমি যখনই নারী চরিত্রে অভিনয় করি, তখন নিশ্চিত করি যেন তা সম্মানজনক এবং সুন্দর হয়। সবসময় কিউট জোনের মধ্যেই থাকে।’
এসএন