অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, নুরের ওপর হামলার বিচার না হলে নিজেরাই ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ফুয়াদ বলেন, ‘আমরা খুব হতাশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণ-অভ্যুত্থান ব্যর্থ করার জন্য যা যা দরকার সব করছেন। আওয়ামী লীগের সময়ে যেমন গুম-খুন-হত্যার বিচার হতো না, এখনো সেই চিত্রই দেখছি। যারা দায়িত্বে আছেন, তাদের মনে রাখা উচিত—নুরের ওপর হামলার বিচার না হলে নিজেদের গলার রশির যত্ন নিতে হবে। ফাঁসির মঞ্চে যেতে হবে আপনাদের।
‘নুরের ওপর হামলার বিচার না হলে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন’
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, নুরের ওপর হামলার বিচার না হলে নিজেরাই ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ফুয়াদ বলেন, ‘আমরা খুব হতাশ।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণ-অভ্যুত্থান ব্যর্থ করার জন্য যা যা দরকার সব করছেন। আওয়ামী লীগের সময়ে যেমন গুম-খুন-হত্যার বিচার হতো না, এখনো সেই চিত্রই দেখছি। যারা দায়িত্বে আছেন, তাদের মনে রাখা উচিত—নুরের ওপর হামলার বিচার না হলে নিজেদের গলার রশির যত্ন নিতে হবে। ফাঁসির মঞ্চে যেতে হবে আপনাদের।
তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নুরকে পরিকল্পিতভাবে পিটিয়েছেন। নুরের নাকের হাড় ভেঙে গেছে, তিনি এখন মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন এবং স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না। একই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও গুরুতর আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ‘আমরা নিন্দা জানাই অন্তর্বর্তীকালীন সরকারের এবং অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেক আগেই সরিয়ে দেওয়া দরকার ছিল সরকারের। তারা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতিদিন অন্যায়-অবিচার করছেন। তারা নুরকে দিয়ে টেস্ট করছেন গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে একের পর এক তারা নাই করে দিতে পারেন কিনা, তারা এটা বোঝার চেষ্টা করছেন।’
তিনি অভিযোগ করেন, নুরের ওপর হামলা কেবল রাজনৈতিক সহিংসতা নয়; এটি একটি দীর্ঘ ষড়যন্ত্রের অংশ। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং শেখ হাসিনার ঘনিষ্ঠরা এর সঙ্গে যুক্ত।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরো জানান, নুরের ঘটনা আমরা কোনো সাধারণ হামলা হিসেবে দেখছি না। এটা উচ্চপর্যায়ের এসাসিনেশন প্ল্যানের অংশ। অন্তর্বর্তী সরকার যদি দৃষ্টান্তমূলক বিচার না করে, তাহলে জনগণই বিচার করবে।
ইউটি/টিএ