চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত নবী খোকাকে ঢাকার ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানা পুলিশ।
শাহাদাত নবী খোকা চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডের নুরুন্নবী সওদাগরের ছেলে। তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তার সঙ্গে থাকা আরো ৭ জনকে আটক করেছে বলে জানা যায়।
ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, এ ব্যাপারে ডিবি তদন্ত করছে। এদিকে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’
ইউটি/টিএ