টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ অভিষেক কুমার ও তার প্রাক্তন প্রেমিকা ইশা মালভিয়া। ঘটনাচক্রে আবারও আলোচনায় এসেছেন এই প্রাক্তন জুটি। সম্প্রতি দু'জনকে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় জোর গুঞ্জন ছড়িয়েছে।
জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৭ শেষ হওয়ার পর থেকেই এই আলোচনা আরও জোরদার হয়। অভিষেক ও ইশা প্রথম পরিচিত হন একটি ধারাবাহিকের শুটিং সেটে। সেখান থেকেই তাদের সম্পর্ক শুরু হলেও কিছুদিন পর তা ভেঙে যায়।
ইশা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, অভিষেকের আচরণ নাকি দিনে দিনে বিষাক্ত হয়ে উঠেছিল। পরে তিনি অভিনেতা সমর্থ জুরেলের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে বিগ বস ১৭-তে ত্রিকোণ সম্পর্কের জেরে তাদের নাম আবারও একসঙ্গে জড়িয়ে যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অভিষেক ও ইশা রাতের বেলায় একই গাড়িতে বসে রয়েছেন। দু'জনেই পাপারাজ্জিদের ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করেন।
এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে ইশা মালভিয়া বলেন, ‘আমরা শুধুই কাজের জন্য একসাথে হচ্ছি। বিগ বসের পর পরিস্থিতি সহজ ছিল না, তবে কালারস চ্যানেলের অধিকর্তাদের অনুরোধে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তার কথায়, ‘আমি কোনও সীমা অতিক্রম করতে চাই না। যদি করি তবে সবকিছু শেষ হয়ে যাবে। আমরা শুটিং করি, এরপর বাড়ি ফিরে যাই, ব্যক্তিগতভাবে কথা বলি না।’
এসএস/এসএন