চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. হান্নান (৩৩)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ৫৬ নাম্বার আসামি। তাকে ফতেপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ১ নম্বর আসামি যুবলীগ নেতা হানিফের সহযোগী বলে জানিয়েছে র্যাব।
এর আগে বুধবার ৮ জনকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত এবং বাকি পাঁচজন তদন্ত প্রাপ্ত আসামি।
গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে এজাহারভুক্ত আসামিরা হলেন–মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।
বাকি পাঁচজন তদন্তপ্রাপ্ত আসামিরা হলেন–মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীদের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ একটি মামলায় দায়ের করা হয়। এতে প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এমকে/এসএন