কিছু গান সময়ের বাইরে। সেই প্রমাণ আবারও দিলো ‘বিজুরিয়া’। শাশ্বত এই হিট গান এবার নতুনভাবে পুনরায় তৈরি হয়েছে সিনেমা ‘সানি সংসকারী কি তুলসি কুমারী’-এর জন্য। রেট্রো জাদু ও আধুনিক উন্মাদনার সমন্বয় মিলিয়ে তৈরি এই ট্র্যাক ইতিমধ্যেই ২০২৫ সালের নাচের অ্যানথেমে পরিণত হয়েছে।
নতুন ভার্সনে তানিশ্ক বাগচির রিমিক্সের সঙ্গে সোনু নিগমের হৃদয়স্পর্শী কণ্ঠ এবং আসিস কৌরের প্রাণবন্ত আভিজাত্য একসাথে মিলে গানটিকে আরও আকর্ষণীয় করেছে। অনস্ক্রিন, বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের মাধুর্যপূর্ণ কেমিস্ট্রি এবং ভাইরাল হুক স্টেপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, যা গানটিকে মুহূর্তেই সাড়া ফেলা সাড়া দিয়েছে।
ফিল্মটি দুস্সেরা (২ অক্টোবর ২০২৫) মুক্তির জন্য নির্ধারিত। শাশ্বঙ্ক খৈতানের পরিচালনায় ছবিতে আরও রয়েছেন রোহিত সরফ, সান্যা মালহোত্রা ও মানীশ পল। ‘বিজুরিয়া’ ইতিমধ্যেই উৎসবের মরশুমের উচ্ছ্বাস তৈরি করেছে, ফলে সিনেমাটি ‘মিউজিক্যাল ব্লকবাস্টার’ হিসেবে চিহ্নিত হচ্ছে।
এমকে/এসএন