চট্টগ্রামের জুলুসের র্যালিতে তীব্র গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জুলুসে মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত জুলুসে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করছেন।
চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, ‘পাঁচলাইশ থানার মুরাদপুর মোড় এলাকায় জশনে জুলুস উপলক্ষে আয়োজিত র্যালিতে গরমের কারণে অসুস্থ হয়ে এক ব্যক্তি পড়ে যান। তখন অন্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমকে) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরো বলেন, ‘মুরাদপুর এলাকায় জশনে জুলুসের মানুষের ভিড়ের মধ্যে চাপা পড়ে আহত হলে মাহফুজ ও অজ্ঞাত নামা একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে মাহফুজকে ২ নম্বর ওয়ার্ডে প্রেরণ করেন চিকিৎসক এবং অজ্ঞাতনামা ব্যক্তিকে গুরতর অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে।’
পিএ/টিএ