চিনের সঙ্গে সীমান্ত সংঘাত ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি বলেন, চিনের সঙ্গে সীমান্ত সমস্যার পরে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল পাকিস্তানের ছায়াযুদ্ধের মোকাবিলা করা।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক সভায় তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তৃতীয় চ্যালেঞ্জ আঞ্চলিক অস্থিতিশীলতার মোকাবিলা এবং চতুর্থ চ্যালেঞ্জ ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধের মোকাবিলার জন্য ধারাবাহিক প্রস্তুতি চালিয়ে যাওয়া।
চিনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধের সমস্যা যে আগামী দিনেও থাকবে, সে কথাও স্পষ্ট করে জেনারেল চৌহান বলেন, আমাদের দুই প্রতিপক্ষই পরমাণু শক্তিধর। তাদের বিরুদ্ধে আমরা কী ধরনের পদক্ষেপ করতে চাই, তা নির্ধারণ করা সবসময়ই একটি চ্যালেঞ্জ।
প্রসঙ্গত, ২০২২ সালে বিদেশমন্ত্রী জয়শঙ্কর চিনের সঙ্গে সীমান্ত বিরোধকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে জানিয়ে বলেছিলেন, সীমান্তের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে নয়াদিল্লি-বেইজিং সম্পর্কে সুস্থিতি আসবে না।
এসএস/টিএ