ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভোটকেন্দ্র দূরে সরিয়ে দিয়ে ভোটে কারসাজির পরিবেশ তৈরি করতে চাইছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আবাসিক হলের ভোটকেন্দ্রগুলো খুব সহজেই হলের কাছে স্থাপন করা সম্ভব হলেও তা না করে দূরে সরিয়ে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে।
তিনি বলেন, ভোটদানে নিরুৎসাহিত করতেই পর্যাপ্ত কেন্দ্র স্থাপন করেনি প্রশাসন। ভোট কেন্দ্র না বাড়ালে সুষ্ঠুভাবে ভোট আয়োজন সম্ভব নয়।
ভিপি পদপ্রার্থী কাদের নির্বাচিত হলে ছাত্র রাজনীতি নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষক, উপাচার্য ও প্রভোস্ট নিয়োগ প্রক্রিয়ায় দলীয় প্রভাব ও তদবিরমুক্ত স্বচ্ছ নীতিমালা প্রণয়নের অঙ্গীকার করেন তিনি।
ইএ/টিকে