লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ভক্তদের মাতাতে মঞ্চে উঠেছিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে একের পর এক জনপ্রিয় গান গেয়ে ভক্তদের মোহিত করেন তিনি। ‘সইয়ারা’, ‘ঝুমে যা পাঠান’, ‘রাসিয়া’, ‘আমি যে তোমার’, ‘সাফায়ার’সহ অসংখ্য জনপ্রিয় গান পরিবেশন করে কণ্ঠের যাদু ছড়ান এই তারকা।
কনসার্টের শেষদিকে তিনি যখন ব্রহ্মাস্ত্র ছবির জনপ্রিয় গান ‘দেবা দেবা’ গাইছিলেন, তখন আচমকা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় রাতের কারফিউয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক তখন বিস্ময় আর ক্ষোভে চিৎকার শুরু করেন। আতশবাজি আর আলোর ঝলকানির মধ্যেই স্তব্ধ হয়ে যায় অরিজিতের সুরেলা কণ্ঠ। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অরিজিৎ আরও ২০ মিনিট সময় চাইছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি।
তবু এ রাতকে ভক্তরা স্মরণীয় হিসেবে ধরে রেখেছেন। কেউ লিখেছেন, এক রাতের জন্য গোটা টটেনহ্যাম যেন অরিজিৎ সিংয়ের দখলে চলে গিয়েছিল। আশপাশের সব বারে তাঁর গান বাজছিল, এক মাইল জুড়ে বন্ধ হয়ে গিয়েছিল সড়ক। ভক্তদের ভাষায়- “এশিয়ার কিং” অরিজিৎ সিংয়ের গানে লন্ডন ভেসে গেছে এক অনন্য সুরের স্রোতে।
টিকে/