বাংলাদেশি গায়ক শুভ্র দেবের সঙ্গে দেখা হয়েছে বিশ্ববিখ্যাত গায়ক পপ সম্রাট মাইকেল জ্যাকসনের। সেটা ১৯৯৩ সালের কথা, লস অ্যাঞ্জেলেসে বিশ্বের সবচেয়ে বড় তারকার সঙ্গে দেখা হওয়ার স্মৃতিটি উঁকি দেয় একুশে পদক পাওয়া এই গায়কের। কেননা মাইকেল জ্যাকসন তাকে জিজ্ঞেস করেছেন তোমার নামের বানান তুমি কিভাবে লেখো।
শুভ দেব মাইকেল জ্যাকসনের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ১৯৯৩ সালে আমার প্রথম আমেরিকা সফর আর তার সূত্র ধরে সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বের সবচেয়ে বড় তারকার সঙ্গে ১৫ মিনিটের এই সাক্ষাৎ।
এখনো স্বপ্ন মনে হয়। ১৮ ফেব্রুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসের একটি বাসায় আমাদের ডিনারের আমন্ত্রণ ছিল কিন্তু আমার মনটা পড়েছিল ডিস্কো রেকর্ডিংয়ের কর্ণধার শাহীন ভাইয়ের কথায় যে মাইকেল আজ রাতে আসবে ওয়াক্স মিউজিয়ামে তাঁর একটা costume demonstration-এ।
শুভ্র দেব বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছিলাম না। শাহীন ভাই যখন আমাকে নিয়ে গেলেন তখন মাইকেল এরইমধ্যে পৌঁছে গিয়েছেন।
কালো ভেলভেটের ওপরে অনেক দামি হীরার বোতাম। ওই বছর গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডস-এ প্রয়াত কিংবদন্তি গায়ক এলভিস প্রিসলির জনপ্রিয়তার রেকর্ড ভাঙেন মাইকেল জ্যাকসন। তিন সপ্তাহ পরে অনুষ্ঠানিকভাবে তাঁকে এই কস্টিউম পরানো হবে।’
মাইকেল জ্যাকসনকে নিয়ে শুভ্র দেব বলেন, ‘অনেক আস্তে আস্তে কথা বলেন মাইকেল।
আমাকে বললেন, তোমার নামের বানান কিভাবে লেখো? এই কথাটিই কানে ভাসে বারবার। তাঁর মহানুভবতা বিশেষ করে অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে বিভিন্ন মানবতার সেবায় আর্থিক সাহায্য এক বিরল দৃষ্টান্ত শোবিজ বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। অনেকে আমাকে বলেছিলেন মাইকেল জাকসনের অটোগ্রাফ নিলামে বিক্রি করে দিতে, কিন্তু ওইটা আমার কাছে অমূল্য সম্পদ। যার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।’
মূলত মাইকেল জ্যাকসনের জন্মদিন উপলক্ষে শুভ্র দেব বিশ্বখ্যাত পপ গায়ককে স্মরণ করেন।
এসএন