বাংলাদেশ নয়, আফগানিস্তান-শ্রীলঙ্কাকেই সুপার ফোরে দেখছেন হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান-হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এই আসরের। তবে ‘বি’ গ্রুপ থেকে কোন দুই দল সুপার ফোরে উঠবে, সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

এশিয়া কাপে ‘এ’ গ্রুপের সমীকরণটা অনেকটাই সহজ। গ্রুপে শক্তিশালী ভারত-পাকিস্তানের সঙ্গে বাকি দুই দল ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। যদি কোনো অঘটন না ঘটে, তাহলে ভারত-পাকিস্তানই যে সুপার ফোরে উঠবে তা আগে থেকেই অনুমেয়। তবে ‘বি’ গ্রুপের সমীকরণটা খুব একটা সহজ নয়। আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে এই গ্রুপে আছে হংকং।

হার্শা ভোগলের মতে, এশিয়া কাপের ‘বি’ গ্রুপে ফেভারিট হিসেবে খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এবং এই দুই দলকেই সুপার ফোরে দেখছেন এই ক্রিকেট বিশ্লেষক। কিন্তু বাংলাদেশের জন্য এই গ্রুপ বেশ কঠিনই মনে করেন তিনি।

হার্শা বলেন, বাংলাদেশ এমন এক গ্রুপে পড়েছে, যেখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান শক্তিশালীয় দল নিয়ে এসেছে। বিশেষ করে লঙ্কানদের ব্যাটিং লাইনআপের বেশ প্রশংসা করেছেন তিনি। তাছাড়া লঙ্কানদের পেস ও স্পিন বোলিংও বেশ শক্তিশালী বলে মনে করেন তিনি।

হার্শা ভোগলে বলেন, ‘বাংলাদেশ কঠিন গ্রুপে আছে, কারণ আফগানিস্তান ও শ্রীলঙ্কা খুবই ভালো স্কোয়াড সাজিয়েছে। শ্রীলঙ্কা যে দলটা নিয়ে এসেছে, তাদের ব্যাটিং লাইনআপ চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা এবং দুই মেন্ডেসকে কেন্দ্র করে। আর সবসময়ের মতো তাদের ভালো স্পিন আক্রমণও আছে। তারা শুধু স্পিনের উপর নির্ভরশীল নয়, ভালো পেস বোলারও আছে।’

অন্যদিকে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গাটা স্পিন আক্রমণ। রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান ও গাজানফারকে বিশ্বের সেরা স্পিনারদের কাতারে ফেলেছেন হার্শা ভোগলে। তার মতে, আফগানদের এই চার জনের যেকোনো একজনই বিশ্বমানের স্পিনার।

তাছাড়া অলরাউন্ডার মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব ও করিম জানাতের প্রশংসা করেছেন হার্শা। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে দেশের হয়ে খেলার সময় এই ক্রিকেটাররা বেশি কার্যকর হয়ে ওঠেন।

হার্শা বলেন, ‘আপনি আফগানিস্তানের কথা ভাবলে স্পিনের কথা ভাবেন। তারা তাদের দলকে মানসম্পন্ন স্পিনার দিয়ে সাজিয়েছে। রশিদ, নূর, গাজানফার, মুজিব- আপনি এই চারজনের মধ্যে যে কাউকে বেছে নিন, আপনার কাছে বিশ্বমানের খেলোয়াড় আছে।’

‘তারা অলরাউন্ডারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারে। আমি বলছি মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাতের কথা। যখন তারা আফগানিস্তানের হয়ে খেলে, তখন তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যখন খেলে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন খেলোয়াড়।’

তিনি আরও বলেন, ‘আমি শ্রীলঙ্কাকে এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে সমর্থন করছি, আফগানিস্তানও। আমার কাছে মনে হচ্ছে, ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে শুরু করছে। কিন্তু যেমনটা আমি বলেছি, এটা বাংলাদেশের জন্য একটা বড় টুর্নামেন্ট।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাস্ত্রীয় থেকে ফিউশন - জয়পুরে শুরু হচ্ছে ইন্ডিয়া মিউজিক রিট্রিট Sep 09, 2025
img
জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয় : সারজিস Sep 09, 2025
img
রাশিয়া ভোটে হস্তক্ষেপ করে মলদোভা দখল করতে চাইছে : মলদোভা প্রেসিডেন্ট Sep 09, 2025
img
সিনেট ভবনে মিটিংয়ে ঢুকে পড়ল ছাত্রদল, ‘জামায়াতি প্রশাসন’ বলে স্লোগান Sep 09, 2025
img
প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে অ্যাপল কীনোটে ইতিহাস গড়লেন আরমান মালিক Sep 09, 2025
img
মেসিহীন একাদশ নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা Sep 09, 2025
img

উদ্ধার করলেন সেনা সদস্যরা

জনতার মার খেয়ে অসহায়ভাবে ঘাসে বসেছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Sep 09, 2025
img
হাইকোর্টের নির্দেশে অংশ নিতে পারবেন অমর্ত্য রায় Sep 09, 2025
img
এলইডি স্ক্রিনে ডাকসুর ভোট গণনা পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা Sep 09, 2025
img
কর্মবিরতি শেষে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু Sep 09, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Sep 09, 2025
img
ঢাবি ঘিরে জামায়াত-শিবিরের অবস্থান, অভিযোগ ছাত্রদল সভাপতির Sep 09, 2025
img
১২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ Sep 09, 2025
img
‘আমি ভীষণ বিরক্ত’, ভুয়া ফেসবুক প্রোফাইল প্রসঙ্গে দিলারা জামান Sep 09, 2025
img
মহানবীর জীবনী পাঠে অভ্যস্ত করা অপরিহার্য : শায়খ আহমাদুল্লাহ Sep 09, 2025
img
ড. কামাল হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি Sep 09, 2025
img
যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি: আবিদুল Sep 09, 2025
img
এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! Sep 09, 2025
img
বালেন্দ্র শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন-জি Sep 09, 2025
img
সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতে কারিশমার দুই সন্তান Sep 09, 2025