ভারতের তরুণ গায়ক ও গীতিকার আরমান মালিক গড়লেন নতুন ইতিহাস। প্রযুক্তি দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর অ্যাপলের কীনোট ইভেন্টে প্রথমবারের মতো আমন্ত্রিত হয়েছেন তিনি। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এবং কেপপ গ্রুপ এটিজের তারকা ইউনহোর পাশে দাঁড়িয়ে আরমানের ছবি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তিন ভিন্ন জগতের এই তিন মুখ যেন সংগীত, প্রযুক্তি ও সংস্কৃতির মিলনকে এক ফ্রেমে বন্দি করেছে।
অ্যাপলের কীনোটে অংশগ্রহণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্ব সংগীতমঞ্চে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করার এক বড় পদক্ষেপ। আরমান মালিক দীর্ঘদিন ধরে ভারতীয় সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। তাঁর আন্তর্জাতিক সহযোগিতা, ভিন্ন ঘরানার গান এবং বিশ্ব সংগীতশিল্পীদের সঙ্গে মিলিত উদ্যোগ প্রমাণ করে দিয়েছে যে, ভারতীয় সংগীতের আবেদন সীমান্ত ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
এমন এক সময়ে, যখন সংগীত কেবল বিনোদন নয় বরং সংস্কৃতি ও উদ্ভাবনের সেতুবন্ধনে রূপ নিচ্ছে, তখন আরমান মালিকের এই উপস্থিতি প্রতীকী গুরুত্ব বহন করছে। অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টের আসরে একজন ভারতীয় শিল্পীর অংশগ্রহণ প্রমাণ করছে সৃজনশীলতার শক্তি কিভাবে বিশ্বব্যাপী এক অভিন্ন অভিজ্ঞতা তৈরি করছে।
বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা আরমান মালিকের জন্য যেমন এক ব্যক্তিগত মাইলফলক, তেমনি ভারতীয় সংগীতের জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত। অ্যাপল কীনোটের মঞ্চে তাঁর অংশগ্রহণ ভবিষ্যতে আরও শিল্পীর জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে।
টিকে/