ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেছেন, ‘এই নির্বাচনের মাধ্যমে জুলাই এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা জয়ী হবে।’
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে হলের বাইরে ৮টি কেন্দ্রে।
সাদিক কায়েম বলেন, ‘ভোটারদের বলব, আপনারা আসেন কেন্দ্রে, পছন্দের প্রার্থীকে ভোট দিন। এখানে আমরা যারা নির্বাচন করছি, সবাই আমরা জুলাইয়ের সহযোদ্ধা ছিলাম। আমরা আশা করছি, সবাই দায়িত্বশীল আচরণ করবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে।’
ভোটের দায়িত্বে থাকা শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ কোনো ব্যক্তিকে ফেভার দেওয়া, এর মাধ্যমে ছাত্র বনাম শিক্ষক এই ধরনের কোনো পজিশন তৈরি হোক সেটি আমরা চাই না। আমরা আশা রাখব, শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে। এর মাধ্যমে আমরা জুলাই ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বিজয়ী করব।’
কেএন/টিকে