গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর দেশ ছাড়ার খবরে দলটির মন্ত্রী-এমপি, নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান। যাদের একজন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার।
তবে এক বছর পর প্রকাশ্যে এলো ফেরদৌসের একটি ভিডিও। ভিডিওতে ফেরদৌসের সঙ্গে দেখা গেল ঋতুপর্ণা ও মৌসুমীকে। সম্প্রতি হঠাৎ করেই ভাইরাল হয় ভিডিওটি।
তবে ভিডিওটি এক বছর আগের বলে ধারণা করা হচ্ছে। গত ৫ আগস্ট সরকার পতনের আগের ভিডিওটি এটি, এমনটাই দাবি করছেন অনেকে।
ভিডিওতে ফেরদৌসকে বলতে শোনা যায়, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্য়কে গেছেন। তার কথায়, ‘এই দুই মহান নায়িকার সমন্ধে কিছু বলা যায়, আমরা তিনজন প্রচুর কাজ করেছি।
আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় কাজ করেছি।’ এ সময় ঋতুপর্ণা বলেন, ‘আমার তিনজন অনেকবার ট্রাই করেছি একসঙ্গে আসার জন্য। তবে হয়ে ওঠেনি।’
ভিডিওটিতে এই তিন তারকাকে বেশ খোশ মেজাজে দেখা গেছে। তাদের ভাষ্যমতে, নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে তাদের।
গত ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এক বছর পার হলেও কোনো হদিস পাওয়া যায়নি এই তারকার। ফেরদৌস কোথায় আছেন, কি অবস্থায় আছেন, সে খবর জানেন না তার সহশিল্পীরাও।
টিকে/