রোম্যান্টিক ফিকশনে জুটি হয়ে হাজির হচ্ছেন সুনেরাহ বিনতে কামাল ও এফ এস নাঈম। তাদের অভিনীত নতুন ফিকশনের নাম ‘খুব কাছেরই কেউ’। এটি নির্মাণ করেছেন সংগীত পরিচালক আরাফাত মোহসীন নিধি।
এ গল্পে দেখা যাবে এক তরুণ-তরুণীকে, যারা এগোতে থাকে অ্যারেঞ্জ ম্যারেজের পথে। বিয়ের আগের মুহূর্ত থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত কিছু ঘটনা নিয়েই এগিয়েছে মূল কাহিনি। এতে বোঝানো হয়েছে, সম্পর্ক যেভাবেই শুরু হোক না কেন, সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া সম্ভব।
ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবারই প্রথম দর্শকদের জন্য নিয়ে এলো ফ্ল্যাশ ফিকশন ফরম্যাট। নতুন এই কনটেন্টে এফ এস নাঈম অভিনয় করেছেন রাকিন চরিত্রে এবং সুনেরাহ বিনতে কামাল হয়েছেন জেরিন।
সুনেরাহ বলেন, ‘চরিত্রটি আমার সঙ্গে মিলে যায়। গল্পটা আমার খুব কাছের।’ এফ এস নাঈমের মতে, ‘তরুণ–তরুণীর সংলাপ ও মুহূর্তগুলো দর্শকদের ছুঁয়ে যাবে।’
এ ছাড়া অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান ও আসিকুজ্জামান অনিক।
জানা গেছে, ‘খুব কাছেরই কেউ’ চরকিতে প্রকাশ পাবে ১০ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১১ সেপ্টেম্বর)।
এবি/টিএ