ডাকসু নির্বাচনে শিবিরের জয় নিয়ে শশী থারুরের উদ্বেগ প্রকাশ, কঠিন জবাব মেঘমল্লার বসুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তবে তার সেই মন্তব্যের তীব্র জবাব দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব বক্তব্য দেন।

দীর্ঘ পোস্টে মেঘমল্লার সরাসরি থারুরকে উদ্দেশ্য করে লেখেন, ‘প্রিয় মি. শশী থারুর, আমি নিশ্চিত এই বার্তাটি হয়তো আপনার কাছে পৌঁছবে না।

যদি পৌঁছায়ও, হয়তো এটিকে গুরুত্ব দেবেন না—আমার ইংরেজি আপনার মতো প্রাঞ্জল নয় বলে। আমার নাম মেঘমল্লার বসু। সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমি প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। রাষ্ট্রীয় সংস্থার সম্পৃক্ততা, ক্রমবর্ধমান ইসলামোফ্যাসিস্ট প্রবণতা ও বিপুল অর্থশক্তির বৈষম্যের মাঝেও আমি প্রায় পাঁচ হাজার ভোট পেয়েছি।

বলা যায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করি।’

বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতি নিয়ে থারুরের মন্তব্যের সমালোচনা করে মেঘমল্লার লেখেন— ‘আপনার যে পর্যবেক্ষণ, মানুষ বড় দলগুলোর দুর্নীতিতে ক্লান্ত হয়ে বিকল্প খুঁজছে, এটা সঠিক। কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনার মন্তব্য আসলে বাংলাদেশে কেবল অতি-ডানপন্থীদেরই সহায়তা করছে। বিন্দুমাত্র নম্রতা আপনার নেই যে উপলব্ধি করবেন, আপনি অজান্তেই জামায়াতের জন্য জনসংযোগ কার্যক্রম চালাচ্ছেন।

মেঘমল্লার থারুরকে উদ্দেশ করে বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের জয় আপনার কাছে কেন এত উদ্বেগজনক? আপনি কি সেই ব্যক্তি নন, যিনি কেরালায় শবরিমালা মন্দিরে প্রবেশাধিকারের প্রশ্নে ডানপন্থী প্রচারণা চালিয়েছিলেন কেবল সিপিআইএম-কে হারানোর জন্য? যদি প্রতিবেশীকে উপদেশ দিতেই চান, আগে নিজ দেশে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের হারান।’

একটা প্রবাদ আছে— যারা কাচের ঘরে থাকে, তারা অন্যের ঘরে পাথর ছোড়ে না। যারা তিনবার মোদি-অমিত শাহকে হারাতে ব্যর্থ হয়েছে, তাদের অন্য দেশের ছাত্র সংসদ নির্বাচনে মাথা ঘামানোর বিলাসিতা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছেন মেঘমল্লার।

ভারতের ভূমিকাকে বাংলাদেশের জন্য ‘বিষাক্ত’ বলে অভিহিত করে মেঘমল্লার লিখেছেন, ‘আপনার মন্তব্যই আসলে শিবিরকে শক্তি জোগায়। যদি হাত এত অবসর থাকে, আরো স্ট্যান্ড-আপ শো করুন।

আগেরটাই যথেষ্ট বিনোদনমূলক ছিল। আমরা আমাদের সমস্যার সমাধান নিজেরাই করব। আশা করি ভারতের জনগণও একদিন হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের ভোটে হারাতে পারবে। আমরা বাংলাদেশে ইসলামোফ্যাসিস্টদের প্রতিরোধে প্রাণ দিতেও প্রস্তুত। প্রয়োজনে আমরা একে অপরের সঙ্গে সংহতি প্রকাশ করব। কিন্তু দয়া করে এই বক্তৃতা দেওয়া বন্ধ করুন। আপনার দেশ আমাদের থেকে কোনো অংশে ভালো নয়।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামী-সমর্থিত ছাত্র সংগঠনের ব্যাপক বিজয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেন, ‘এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক গতিপথ এবং ভারতের সঙ্গে সম্পর্কের জন্য এক অশনিসংকেত হয়ে দাঁড়াতে পারে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে থারুর লেখেন, ‘বিষয়টি হয়তো বেশিরভাগ ভারতীয়র কাছে তেমন আলোড়ন সৃষ্টি করেনি। তবে এটি ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক ইঙ্গিত।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও বিএনপি উভয়ের প্রতিই মানুষের বিরক্তি তীব্র হয়েছে। অনেকেই ‘উভয়ের সর্বনাশ হোক’ মনোভাব থেকে জামায়াতের দিকে ঝুঁকছে। তাদের এই ঝোঁক ধর্মীয় উগ্রতার কারণে নয়, বরং এই বিশ্বাস থেকে যে জামায়াত, সঠিক হোক বা ভুল অন্তত দুই মূল ধারার দলের মতো দুর্নীতি ও কুশাসনে কলঙ্কিত নয়।

ইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত Sep 12, 2025
img
২ ওভার আগে বাংলাদেশের খেলা শেষ করা দরকার ছিল Sep 12, 2025
img
ডাকসু নির্বাচনে ছাত্রদলের এমন পরাজয় গবেষণার বিষয় : মোস্তফা ফিরোজ Sep 12, 2025
img
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি Sep 12, 2025
img
দলকানা ও সময় জ্ঞানহীন প্রশাসন দ্বারা বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া হবে না: জাহিদুল ইসলাম Sep 12, 2025
img
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে: ফুয়াদ Sep 12, 2025
‘রান্নার গিনিপিগ’ পারসা ইভানা, বললেন খেয়েছি অনেক, কিন্তু ওজন ঠিকই আছে! Sep 12, 2025
img
দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত : সিইসি Sep 12, 2025
শেষ রাউন্ডে স্বপ্নভাঙা, বিশ্বকাপে না উঠেই বরখাস্ত দুই কোচ Sep 12, 2025
ছক্কার মুকুটে নতুন নাম, লিটন দাস! Sep 12, 2025
img
জন্মদিন এলেই মৃত্যুর কথা মনে পড়ে : কনকচাঁপা Sep 12, 2025
img

হারভজন সিং

ভারতকে ভারত ছাড়া আর কেউ হারাতে পারবে না Sep 12, 2025
img
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৫ Sep 12, 2025
img

ভারতের সাবেক রাষ্ট্রদূত

জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকে চিন্তিত হতে হবে Sep 12, 2025
img
জাকসু নির্বাচনের ফল আজই প্রকাশের আলটিমেটাম শিবির সমর্থিত প্যানেলের Sep 12, 2025
img

রিটার্নিং কর্মকর্তার শঙ্কা

এভাবে গুনলে জাকসু নির্বাচনের ফল ৩ দিনেও প্রকাশ করা সম্ভব না Sep 12, 2025
img
ডাকসুর ফল রাজনীতির নির্বাচনী গ্রামার হিসেবে আমাদের হাতে তুলে দিয়েছে: ব্যারিস্টার ফুয়াদ Sep 12, 2025
img
মিরপুর থেকে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Sep 12, 2025
img
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন! Sep 12, 2025
img
নারী খেলোয়াড়দের খেলা বিশ্বমঞ্চে পৌঁছে দেবে সৌদি আরব Sep 12, 2025