বর্তমান বিশ্বে আলোচনার শীর্ষে থাকা ইস্যুগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অন্যতম। সেই আলোচনাকে আরও উসকে দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই-মানবীকে মন্ত্রীর পদ দিয়েছে ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া।
নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে দিয়েল্লা। আলবেনীয় ভাষার শব্দ ‘দিয়েল্লা’-এর বাংলা অর্থ সূর্য। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে সভার সদস্যদের সঙ্গে দিয়েল্লার পরিচয় করিয়ে দেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এবং বলেন, এখন থেকে আলবেনিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো বেসরকারি সংস্থা কাজ করলে সেটির দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ও ব্যয়ের ওপর নজরদারি করবেন দিয়েল্লা। এটিই হবে তার প্রধান কাজ এবং দায়িত্ব।
তার কাজের যে ধরণ, সেটি বিবেচনায় নিয়ে বলা যায়- এখন থেকে আলবেনিয়ার দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে দায়িত্বশীল থাকবেন দিয়েল্লা। বস্তুত, দক্ষিণপূর্ব ইউরোপের ২৮ লাখ মানুষ অধ্যুষিত দেশ আলবেনিয়ায় দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের জন্য চেষ্টা করছে। কিন্তু ইইউ সদস্যপদ প্রাপ্তির পথে পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। এই সমস্যাটিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না দেশটি।
গত মে মাসের নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন বামপন্থি এদি রামা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিবিসিকে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তার প্রধান এবং একমাত্র লক্ষ্য দুর্নীতি নিয়ন্ত্রণ। কারণ আগামী ২০২৭ সালের মধ্যে ইইউর সদস্যপদ লাভের লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।
বিবিসিকে তিনি বলেন, “দিয়েল্লার একামাত্র চাহিদা হলো চার্জ পূর্ণ থাকার মতো বিদ্যুৎ। এটা ছাড়া তার আর কোনো চাহিদা নেই, ফলে সে নিজে কখনও দুর্নীতিতে জড়াবে না। দিয়েল্লার নজরদারিতে প্রতিটি দরপত্র শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। সরকারি ক্রয় কিংবা ব্যয় সংক্রান্ত তথ্যে কোনো গোঁজামিল থাকলে দিয়েল্লা তা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারবে। আমার বিশ্বাস সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”
‘‘ডায় নজরদারিতে প্রতিটি দরপত্র ১০০ শতাংশ স্বচ্ছ এবং দুর্নীতি-মুক্ত হবে। দরপত্র আহ্বান থেকে অর্থ বরাদ্দ করা, কোথাও দুর্নীতি ঢুকতে পারবে না।”
তবে তার এই ধারণার সঙ্গে একমত নন আলবেনিয়ার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা। আলবেনিয়ার পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা গাজমেন্দ বারধি এক ফেসবুক পোস্টে বলেছেন, “গত ১৫ বছর ধরে আমরা এদি রামা’র অনেক ভাঁড়ামোপূর্ণ কাজকর্ম দেখেছি। এসবের মধ্যে সর্বশেষটি হলো এই এআই মন্ত্রী।”
এসএস/টিএ