নির্মাতা নীরজ ঘায়ওয়ানের চলচ্চিত্র হোমবাউন্ড দীর্ঘদিনের আন্তর্জাতিক উৎসব পরিক্রমার পর অবশেষে ২৬ সেপ্টেম্বর, ২০২৫-এ থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির সঙ্গে সঙ্গে এটি নেটফ্লিক্সেও প্রদর্শিত হবে। ধর্ম প্রোডাকশনসের ব্যানারে করণ জোহর, আদার পুনাওয়ালা, অপূর্ব মেহতা ও সোমেন মিশ্রার প্রযোজনায় নির্মিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জান্ভি কাপুর, ইশান খট্টর ও বিশাল জেঠওয়া।
ছবিটি মূলত বশরাত পীরের ২০২০ সালের নিউ ইয়র্ক টাইমস নিবন্ধের উপর ভিত্তি করে তৈরি। এটি দুই শৈশবসঙ্গী বন্ধুর গল্প বলেছে, যারা জাতীয় পুলিশ পরীক্ষা দেওয়ার প্রস্তুতির সময় সামাজিক চাপের মুখোমুখি হয়। কান ২০২৫-এর আন সার্টেইন রিগার্ড সেগমেন্টে বিশ্বপ্রিমিয়ার করা ছবিটি পরবর্তীতে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন লাভ করে।
আন্তর্জাতিক মর্যাদা যোগ করতে, কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসিজে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন এবং ঘায়ওয়ানকে চলচ্চিত্রের উন্নয়ন ও সম্পাদনায় পরামর্শ দিয়েছেন। স্করসিজে ছবিকে “অসাধারণভাবে নির্মিত ও ভারতীয় সিনেমার জন্য গুরুত্বপূর্ণ সংযোজন” হিসেবে উল্লেখ করেছেন।
দৃঢ় অভিনয়, সামাজিক প্রাসঙ্গিকতা ও স্করসিজের endorsement-এর সমন্বয়ে হোমবাউন্ড ইতিমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত মুক্তি হিসেবে গণ্য হচ্ছে।
এমকে/এসএন