আমেরিকার মর্যাদাপূর্ণ ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস ২০২৫-এ প্রথমবারের মতো সেরা মৌলিক সংগীত ও গানের জন্য এমি জয় করলেন সুরকার ক্রিস্টোফার লেনার্টজ। জনপ্রিয় সিরিজ দ্য বয়েজ-এর গান “লেটস পুট দ্য ক্রাইস্ট ব্যাক ইন ক্রিসমাস” তাকে এনে দিল এই সম্মাননা।
৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আসরে লেনার্টজকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল। একই বিভাগে মনোনীত ছিলেন খ্যাতনামা সংগীতশিল্পী ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ তাদের আগাথা অল অ্যালং-এর গান দ্য ব্যালাড অব দ্য উইচেস রোড, নিকোলাস ব্রিটেল ও টনি গিলরয় অ্যান্ডর-এর উই আর দ্য ঘর, অ্যাডাম স্যান্ডলার এসএনএল ৫০: দ্য অ্যানিভার্সারি স্পেশাল-এর বিশেষ গান, এবং শন ডগলাস, ক্রিস্টেন উইগ ও জশ গ্রিনবাউম উইল অ্যান্ড হারপার-এর সংগীত নিয়ে।
লেনার্টজ এর আগে দু’বার মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেননি। এবারের জয় তার দীর্ঘ ক্যারিয়ারে এক অনন্য অর্জন হিসেবে ধরা দিচ্ছে।
তবে এই পুরস্কার এমির অন্য সংগীত বিভাগ থেকে আলাদা। সেরা নাটকীয় সিরিজ সংগীত রচনার পুরস্কার পেয়েছেন থিওডর শ্যাপিরো সেভারেন্স-এর জন্য। আবার সীমিত সিরিজ বা চলচ্চিত্রের সংগীত রচনার পুরস্কার গেছে মিক জিয়াকিনো’র হাতে, দ্য পেঙ্গুইন-এর জন্য।
এ বছর এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পাওয়া সংগীতশিল্পীদের তালিকা ছিল বেশ চমকপ্রদ। সেখানে ছিলেন কেন্ড্রিক লামার, বিয়ন্সে, জে-জি, কামাসি ওয়াশিংটন, ক্যারোলিন শ, হ্যামিল্টন লেইথাউসার, মার্ক রনসন, হ্যান্স জিমার, ডেভো ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা মার্ক মাদারসবো এবং দ্য রুটসের আহমির “কোয়েস্টলাভ” থম্পসন।
এর মধ্যে কেন্ড্রিক লামার জিতে নিয়েছেন তার দ্বিতীয় এমি। তিনি সম্মানিত হয়েছেন এবারের সুপার বোল এলআইএক্স-এর হাফটাইম শো’তে সংগীত পরিচালনার জন্য। শুধু মনোনয়নই নয়, সাতটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা এই আয়োজনটি সংগীতপ্রেমীদের আলোচনায় শীর্ষে ছিল।
ক্রিস্টোফার লেনার্টজের এই জয় প্রমাণ করল, ধারাবাহিক সংগীতচর্চা এবং সৃজনশীলতা একসময় আন্তর্জাতিক স্বীকৃতির দরজা খুলে দেয়।
টিকে/