ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভায় সিনেটে ডাকসুর পাঁচজন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে।
গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন সভাকক্ষে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকসুর কার্যক্রম শুরু হলো।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ সভায় সভাপতিত্ব করেন।
এই সভার পর জিএস ফরহাদের সঙ্গে একটি ছবি তোলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। ছবিটি নিজের ফেসবুক হ্যান্ডলে পোস্ট করেন জুমা। ক্যাপশনে লেখেন, ‘আজকের এই ছবির পর যদি কখনো কোথাও কোনো দুর্নীতি-অপকর্ম করি তার সব দায় নিতে হবে এস এম ফরহাদ ভাইয়ের।
নানা মন্তব্যে ভরে ওঠে সেই ছবিযুক্ত পোস্ট। সেখানে ফরহাদ এসে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘যে পরিমাণ লোকজনের সঙ্গে ছবি তুলেছি, এমনিতেই বহুত চাপে আছি; আজকে কোথায় কে যেন উল্টাপাল্টা কী করেছে, শুনলাম..
সে হিসেবে তোমারে নিয়ে তেমন প্যারা নাই!’
ফরহাদের এই মন্তব্যে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। শুধু মন্তব্যেই প্রতিক্রিয়া দিয়েছেন ১০ হাজার ফেসবুক ব্যবহারকারীরা।
এসএস/এসএন