বয়স নয় পারফরম্যান্সই আসল, গোল করে বললেন মদ্রিচ

এইতো দিন কয়েক আগে ৪১ এ পা দিলেন লুকা মদ্রিচ। তার চেয়ে পাঁচ বছরের ছোট টনি ক্রুস ফুটবলকে বিদায় জানিয়েছেন এক মৌসুম আগে। মদ্রিচের চেয়ে এক বছরের বড় আন্দ্রেস ইনিয়েস্তা ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর জাপানি ক্লাবে খেলে এক মৌসুম আগে অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু মদ্রিচ ভিন্ন ধাতুতে গড়া। এই ক্রোয়াট ক্লাব বিশ্বকাপের পর যোগ দিয়েছেন এসি মিলানে। সিরি আ'র ক্লাবটির হয়ে শীর্ষ স্তরের ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লুকা মদ্রিচের কাছে বয়স শুধুই একটা সংখ্যা। নইলে ৪০ বছর বয়সী একজন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটিতে কীভাবে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে। এখনও যে ফুটবলকে দেয়ার অনেক কিছু বাকি তা তো গতরাতেই (রোববার) প্রমাণ করে দিয়েছেন।

ঘরের মাঠ সান সিরোয় এদিন এসি মিলান প্রতিপক্ষ বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিয়েছেন। রোজেনেরিদের হয়ে এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন মদ্রিচ। সিরি আ'য় এটিই এই ক্রোয়াটের প্রথম গোল।

ম্যাচের ৬১ মিনিটে আলেক্সিস সালেমায়েকেরসের পাস থেকে গোল করেন মদ্রিচ। সিরি আ'র ইতিহাসে ষষ্ঠ চল্লিশোর্ধ্ব খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখালেন এই ক্রোয়াট। তার আগে ইব্রাহিমোভিচ, কস্তাকুর্তা, পিওলা, কুয়াগলিয়ারেল্লা এবং ভির্চউড এই কীর্তি দেখিয়েছেন।
 
এদিন ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর মদ্রিচ মানুষজনকে বারবার তার বয়স মনে করিয়ে না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। দলকে জয়ের পথ দেখাতে পেরে খুশি মদ্রিচ বলেন, 'এটি উদযাপনের দারুণ উপায় ছিল। আমরা জিতেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এখন আমাদের সামনে থাকা ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে হবে।'

এরপর মদ্রিচ আশা প্রকাশ করেন যে আর যেন তার বয়স নিয়ে কেউ কথা না তোলে। তিনি বলেন, 'আশা করছি মানুষ আর আমার বয়সের কথা মনে করিয়ে দেবে না! এটি ছিল এক দুর্দান্ত মুভ। আলে (সালেমায়েকেরস) আমাকে চমৎকার একটি বল দিয়েছিল, গোলটা করা সহজ ছিল- এটা আসলে তার পাসের কৃতিত্ব, আমার ফিনিশিং নয়। আমি মনে করি পুরো দলই দারুণ লড়াই করেছে। ম্যাচে ম্যাচে আমরা অবশ্যই আরও আত্মবিশ্বাসী হবো, আর যখন চোটগ্রস্তরা ফিরবে, এবং আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনব, তখন আমরা আরও উন্নত হব।'

মিলান কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রিও মদ্রিচকে প্রশংসায় ভাসিয়েছেন, তাকে অসাধারণ খেলোয়াড় আখ্যা দিয়ে বলেন তিনি সবসময় প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন। মদ্রিচ গোলটি করলেন ৪০তম জন্মদিনের পাঁচদিন পর এবং রোসোনেরির জার্সিতে সিরি আতে তার মাত্র তৃতীয় ম্যাচে।

এই ক্রোয়াটের আশা, তার এই গোল সতীর্থদের আত্মবিশ্বাস জোগাবে, বিশেষ করে ২০২৫-২৬ মৌসুম হার দিয়ে সূচনার পর। মিলানও চাইবে মদ্রিচ আবারও প্রধান ভূমিকায় অবতীর্ণ হোক, যখন শনিবার (২০ সেপ্টেম্বর) উদিনেজের মাঠ ফ্রিউলিতে ফের খেলবে তারা।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আগস্টে দুর্নীতির ৪৯ মামলায় জড়িত ৩১১ জন Sep 15, 2025
img
১৫ কেজির কোরাল মাছ বিক্রি ১৮ হাজারে Sep 15, 2025
img
শ্রীলঙ্কার সামনে হংকংয়ের ১৫০ রানের চ্যালেঞ্জ Sep 15, 2025
img
নিকুঞ্জে নাগরিক জাগরণ: হারানো শান্তি ফিরে পাওয়ার গল্প Sep 15, 2025
img
সুপার ফোরে খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী কোচ Sep 15, 2025
img
ম্যাচের আগে বাংলাদেশের প্রশংসায় জনাথন ট্রট Sep 15, 2025
img
অসুস্থ অমিতাভকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন Sep 15, 2025
img
অতিরিক্ত ৬ বছরের কারাভোগ শেষে ভারতে ফিরলেন রামাতা Sep 15, 2025
এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই, সুপার ফোর নিশ্চিত কার? Sep 15, 2025
img
আলোচনা ভেস্তে দিতেই দোহায় হামলা : কাতারি আমির Sep 15, 2025
img
তিস্তা প্রকল্পে আগ্রহী চীন, পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল Sep 15, 2025
img
ভাঙ্গায় পুলিশের গাড়ি ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৮ গাড়ি ও ১৯ মোটরসাইকেল Sep 15, 2025
img

কাতারে হামলা

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Sep 15, 2025
img
দেশবাসী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন : জামায়াত সেক্রেটারি Sep 15, 2025
img
লেভেল ফোর কোচিং শেষ করলেন মঞ্জু Sep 15, 2025
img
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের Sep 15, 2025
img
বিসিবি নির্বাচনে খেলোয়াড় প্রতিনিধি চায় কোয়াব! Sep 15, 2025
img
নয় ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ইডির দপ্তর থেকে বের হলেন মিমি Sep 15, 2025
img
আমরা ১৭ বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি: শামা ওবায়েদ Sep 15, 2025
img
আদালতকেন্দ্রিক ড্রামায় শাহ্‌ বানু চরিত্রে ইয়ামি গৌতম Sep 15, 2025