গোলাম মাওলা রনি

পুলিশের নাকের ডগায় আ. লীগের ঘন ঘন মিছিল, উৎকণ্ঠা বাড়ছে

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এলাকাগুলোতে ঘন ঘন মিছিল করছে আওয়ামী লীগের নামধারী কিছু দল বা গোষ্ঠী। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, রমনা পার্ক, সংসদ ভবন ও মোহাম্মদপুর—এসব জায়গায় হঠাৎ করে ১০-১২ জনের ছোট ছোট দল মিছিল করে স্লোগান দেয়, ছবি তোলে, তারপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয় জনসাধারণ অনেক সময় টেরও পায় না। তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে—কেউ পার্কে ঢোকে, কেউ গলিতে।

পুলিশ এসে পৌঁছানোর আগেই তারা উধাও হয়ে যায়। পুলিশের পক্ষে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে না। যার ফলে এক ধরনের নিরাপত্তাহীনতা এবং ভীতি তৈরি হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, “আওয়ামী লীগের এ ধরনের আচরণকে ‘ঝটিকা আক্রমণ’ বলাই যায়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মধ্যেও এখন এক ধরনের অস্থিরতা কাজ করছে কারণ অস্ত্র ব্যবহারে নিয়মকানুন, তদন্ত ও ট্রাইব্যুনালের জটিলতার কারণে পুলিশ অনেক সময় নিরুৎসাহিত থাকে। তার ওপর দেখা যাচ্ছে, ট্রিপল-নাইন নম্বরে কল করে পুলিশ ডাকার পরই পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালানো হচ্ছে, যা আরো ভীতিকর।’

গোলাম মাওলা রনি প্রশ্ন রাখেন—এরা আসলেই কি আওয়ামী লীগের লোক, নাকি নাম ব্যবহার করছে কোনো গোপন সংগঠন? কেউ কেউ বলছে, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই পলাতক।

তাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস বা সংগঠিত হওয়ার ক্ষমতা অনেকটাই কমে গেছে। সেক্ষেত্রে এই ঘন ঘন মিছিল কি ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিত কোনো গুপ্ত তৎপরতা? আওয়ামী লীগের নাম ব্যবহার করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা? রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র? যদি সত্যিই আওয়ামী লীগ এই মিছিল করে থাকে, তাহলে প্রশ্ন জাগে—তারা কি নির্বাচন বানচাল করতে চায়? অথচ, নির্বাচন বানচাল হলে তাদের ভবিষ্যৎ আরো খারাপ হওয়ার আশঙ্কা বেশি।

তিনি বলেন, “আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাদের মধ্যে যে দমনপীড়নের আগ্রহ, রক্ত-পিপাসা, প্রতিহিংসার আগুন জ্বলছে—তা অনেকের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে। কিছু অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে নেতারা রক্ত, সংঘর্ষ, সহিংসতা চাচ্ছেন। এসব শুনে আতঙ্ক না হয়ে পারা যায় না।

১৫ বছরের শাসন শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, অপমানিত। অনেকে বলছে—তারা প্রতিশোধ নিতে চায়, ‘যত রক্ত দরকার, নেবে’—এমন মনোভাব প্রকাশ করছে।”

রনি বলেন, আর এসব মিছিল যদি আওয়ামী লীগ না করে তাহলে এটা আরো ভয়ংকর। এর মানে দাঁড়ায়—কোনো গোপন সংগঠন, প্রক্সি গ্রুপ বা রাষ্ট্রবিরোধী শক্তি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে পরিস্থিতিকে ঘোলা করছে। এমন পরিস্থিতিতে ‘মুনাফিকি রাজনীতি’ সবচেয়ে বিপজ্জনক। কারণ গোপন শত্রু প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ংকর।

এদিকে জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যেও সম্পর্কের টানাপড়েন দেখা যাচ্ছে। কিছু এলাকায় বিএনপি এখন জামায়াতবিরোধী অবস্থান নিচ্ছে। জামায়াত এখনো খোলাখুলি মাঠে নামেনি। ভবিষ্যতে এ দুই দলের মধ্যে সংঘাত শুরু হলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আরো জটিল আকার ধারণ করতে পারে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
২৩ বছরে পা দিলো আরাভ, ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা অক্ষয় কুমারের Sep 15, 2025
img
পরিবেশ দূষণরোধে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে : চসিক মেয়র Sep 15, 2025
img
প্রথমবার ঢাকায় আসছেন অভিনেত্রী হানিয়া আমির! Sep 15, 2025
img
হেফাজত আমিরের বক্তব্যে জামায়াতের প্রতিবাদ Sep 15, 2025
img
ঢাকা বিভাগের কাউন্সিলরশিপ গ্রহণ করলেন বুলবুল Sep 15, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৬১ Sep 15, 2025
img
শুধু উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতি চাইছে এনসিপি: জাভেদ রাসিন Sep 15, 2025
img
টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস Sep 15, 2025
img
মাত্র ১৩ বছরেই শতকোটি টাকার মালিক আরাধ্যা বচ্চন Sep 15, 2025
img
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব Sep 15, 2025
img
আবুধাবিতে ওমানকে ১৭৩ রানের লক্ষ্য দিল আমিরাত Sep 15, 2025
img
বাগদান সারলেন হুমা কুরেশি! Sep 15, 2025
img
জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক Sep 15, 2025
img
নেটফ্লিক্স, থ্রিলার ও মহাকাব্যিক ছবিতে সানি দেওলের ব্যস্ত সময় Sep 15, 2025
img
বেনেটের সেঞ্চুরি মিসেও জিম্বাবুয়ের বড় জয় Sep 15, 2025
img
পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান : রিজভী Sep 15, 2025
img
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন জরুরি: ইইউ রাষ্ট্রদূত Sep 15, 2025
img
এনসিপির সংগঠক শিরীনকে সাময়িক অব্যাহতি Sep 15, 2025
img
নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করছে তারা সচিবালয়ে অবস্থান করছে: ফারুক Sep 15, 2025
img
চ্যাম্পিয়ন হয়েও মূল পর্বে খেলছে না ঋতুপর্ণা-মনিকাদের রাঙামাটি Sep 15, 2025