বলিউডের তাবড় পরিচালক ও প্রযোজক করণ জোহর ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগ, অবৈধ সংস্থাগুলো তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম কৌশলের মাধ্যমে তাঁর ছবি ও কণ্ঠস্বর বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। এসব প্রতিহত করতে করণ জোহর আদালতে আবেদন করেছেন যাতে তার মৌলিক অধিকার রক্ষা পায়।
উল্লেখযোগ্য, দিন দুয়েক আগে একই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র বচ্চন দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। সেই মামলায় আদালত বচ্চন দম্পতির পক্ষেই রায় দিয়েছে। এবার করণ জোহরও সেই পথে হাঁটেছেন। আদালতে তিনি আবেদন করেছেন, কোনও ওয়েবসাইট, বিজ্ঞাপন বা প্ল্যাটফর্মে তাঁর অনুমতি ছাড়া নাম, ছবি বা কণ্ঠস্বর ব্যবহার না করা হোক।
বর্তমানে গ্ল্যামার দুনিয়ার তারকারা ডিপফেক-এর শিকার হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। ছবির ভিডিও, কণ্ঠস্বর, এমনকি স্বাক্ষরও অনধিকারভাবে ব্যবহার করা হচ্ছে, যার ফলে ব্যক্তিগত অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ভাবমূর্তি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। করণ জোহর এই ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে আদালতের সাহায্য চেয়েছেন, যাতে ভবিষ্যতে তারকাদের বিপদ এড়ানো যায়।
এমকে/এসএন