দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে সাময়িকভাবে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
দলের দপ্তর শাখা থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, রোববার (১৪ সেপ্টেম্বর) তারিখে কারণ দর্শানোর একটি নোটিশ (স্মারক: এনসিপি/শোকজ/২০২৫-২০২৬/১০) পাঠানো হয়েছিল শিরীন আক্তার শেলীর কাছে। তবে ওই নোটিশের পরও তার বিরুদ্ধে আরও একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়, যা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
এ প্রেক্ষিতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
স্মারকে আরও জানানো হয়, কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তাকে। আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর লিখিতভাবে এই ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
এই বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
এসএন