দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির এবার প্রথমবারের মতো পা রাখছেন ঢাকায়। আজ রাতেই ফ্লাইটে করে তিনি পৌঁছাবেন বাংলাদেশে। সফরকালে অংশ নেবেন একাধিক জমকালো আয়োজন ও ভিন্নধর্মী অনুষ্ঠানে।
অভিনয়ের শুরুটা হয়েছিল ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টেলিভিশন নাটক থেকে সিনেমা, ওয়েব কনটেন্ট থেকে বিজ্ঞাপন-সবখানেই তার উপস্থিতি আলোচনায় এসেছে। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ কিংবা ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে।
হানিয়া শুধু গ্ল্যামারাস তারকা নন, বরং বহুমাত্রিক চরিত্রে তার অভিনয় দক্ষতা তাকে আলাদা করেছে। রোমান্টিক, কমেডি কিংবা গাঢ় আবেগের চরিত্র-সব জায়গাতেই সমানভাবে প্রশংসিত হয়েছেন তিনি। অল্প সময়েই ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন “দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ”।
বাংলাদেশেও তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।
সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন হানিয়া। আয়োজকদের মতে, পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া।
এসএস/এসএন