অন্তর্বর্তী সরকারের কাছে পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘৫ আগস্টের পর অনেকেই মনে করেছিলেন এত দেরিতে নির্বাচন হবে না। আমরা আশা করেছিলাম ৬ মাস কিংবা ৯ মাসের মধ্যে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে আমরা আশা করেছিলাম নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে।’
তিনি বলেন, ‘সম্প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, এখন কেবল তফসিলের অপেক্ষা। আমরা মনে করি, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। তবে কিছু মানুষের মধ্যে এখনো আশঙ্কা রয়েছে। তফসিল ঘোষণা হয়ে গেলে এ আশঙ্কাও দূর হবে।’
বিএনপির এ নেতা বলেন, ‘জামায়াত পিআরের দাবি জানাচ্ছে, নির্বাচন হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করছে। কিন্তু আমরা দেখেছি তারা আরো ৩ মাস আগেই প্রার্থী ঘোষণা করেছেন। তারা যদি নির্বাচন নিয়ে সংশয় দেখেন তাহলে এত আগে প্রার্থী ঘোষণা করলেন কেন?’
তিনি বলেন, ‘আমাদের চাওয়া ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। অন্যথায় ব্যবসা-বাণিজ্যে যে ক্ষতি হচ্ছে তা আগামীতে আরো বাড়তেই থাকবে। পিআর বা অন্য বিষয়গুলো সামনে আনায় মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে। এসব দাবি না জানানোই উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করুন। আমি মনে করি, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সব সংশয় দূর হবে এবং বাংলাদেশ একটি সফল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
ইউটি/টিএ