বলিউড এবার পর্দায় আনছে ভারতের বহুল আলোচিত শাহ্ বানু মামলার গল্প। এই ছবির কেন্দ্রে থাকছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। আদালতকেন্দ্রিক এই ড্রামা অনুপ্রাণিত ১৯৭৮ সালে শুরু হওয়া সেই ঐতিহাসিক মামলার ঘটনা থেকে, যেখানে ৬২ বছর বয়সী শাহ বানো বেগম তালাকপ্রাপ্ত হওয়ার পর স্বামী থেকে ভরণপোষণের দাবি তুলেছিলেন ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারায়। দীর্ঘ সাত বছরের লড়াই শেষে ১৯৮৫ সালে সুপ্রিম কোর্ট রায় দেয় তাঁর ভরণপোষণ পাওয়ার অধিকার রয়েছে। এই রায় শুধু একটি মামলা নয়, সারা দেশে আলোড়ন তোলে নারী অধিকার, ধর্মনিরপেক্ষ আইন ও ব্যক্তিগত আইন নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সাংবাদিক জিগ্না ভোরার অপ্রকাশিত বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ছবিটি। ভোরার আত্মজীবনীমূলক বই ‘বিহাইন্ড বার্স ইন বায়কুল্লা’ অবলম্বনে নেটফ্লিক্সের প্রশংসিত সিরিজ স্কুপ নির্মিত হয়েছিল। তাই তাঁর অপ্রকাশিত বই ঘিরে এই নতুন ছবির প্রতি প্রত্যাশা আগেই অনেক উঁচুতে।
ছবিটি প্রযোজনা করছে জঙ্গল পিকচার্স ও ইনসমনিয়া মিডিয়া। লিখেছেন রেশু নাথ আর পরিচালনায় রয়েছেন সুপার্ন ভার্মা। নির্মাতাদের দাবি, এটি হবে এক শক্তিশালী কোর্টরুম ড্রামা, যেখানে শাহ বানোর সংগ্রামের পাশাপাশি নারী অধিকার ও ন্যায়বিচার ঘিরে সমসাময়িক আলোচনার প্রতিধ্বনি পাওয়া যাবে।
এমকে/এসএন