ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে বেরিয়ে একই কায়দায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পেইজ খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারহানা হক লুসি নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রিটি পেইজ নামের এক ফেসবুক পেইজ থেকে গ্যাজেট অর্ডারের নামে গ্রাহকের থেকে প্রতারণার মাধ্যমে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে।
পুলিশ জানায়, ফেসবুক পেইজে গ্রাহকদের কাছ থেকে অবিশ্বাস্য কম দামে আইফোন, আইপ্যাডসহ নানা গ্যাজেট দেয়ার কথা বলে টাকা সংগ্রহ করতো এই চক্র। কম দামে দেখে অনেকে অর্ডার দিতেন এবং অনেকেই ব্যবসার জন্য মোটা অংকের টাকা বিনিয়োগ করতেন। তার মূল লক্ষ্য ছিল নারী গ্রাহকরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুসি জানায়, এই ব্যবসাটি ছিল প্রি-অর্ডার ভিত্তিক, যেখানে গ্রাহকদের পূর্ণ অগ্রিম টাকা দিতে হতো এবং সাধারণত ২-৩ মাসের মধ্যে পণ্য পাওয়া যেত। ভালো রিভিউ দেখে অনেকেই অর্ডার করতে থাকেন এবং সেখান থেকেই প্রতারণার শুরু।
প্রাথমিক তদন্তে প্রায় ১৫-২০ কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। ফারহানা হক লুসি ও তার স্বামী প্রথমে ইভ্যালিতে চাকরি করতো। ইভ্যালি বন্ধ হয়ে যাবার পর নতুন পেইজ খুলে একই ধরনের প্রতারণায় নামে লুসি ও তার স্বামী।
পিএ/টিএ