ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিনের।
এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করে নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছিলেন তারা।
আবারও যেন এ তারকা জুটি আলোচনায় আসলেন। এবার মা-ছেলের খুনসুটির একটি রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন বুবলী। যেখানে দেখা যায়, মা-ছেলের খুনসুটি, আর ভিডিও করেছেন শাকিব খান।
ভিডিও শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।’
প্রসঙ্গত, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে।
এবি/টিকে