বক্সিং কিংবদন্তি মাইক টাইসনের সঙ্গে ‘লাইগার’-এ অভিনয়ের পর আবারও আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হচ্ছেন ‘রাউডি স্টার’ বিজয় দেবরাকোন্ডা। পরিচালক রাহুল সংকৃত্যনের নতুন সিনেমায় এবার তাকে দেখা যাবে ব্রিটিশ আমলের রায়ালসীমার প্রেক্ষাপটে নির্মিত একটি পিরিয়ড ড্রামায়। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে হায়দরাবাদের জমকালো সেটে।
শোনা যাচ্ছে, হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্নল্ড ভসলু, যিনি ‘দ্য মামি’ সিরিজে খল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন, তিনি এই ছবিতে এক ব্রিটিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। যদিও নির্মাতা প্রতিষ্ঠান মৈথ্রি মুভি মেকার্স এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে এই খবর ইতিমধ্যেই তীব্র কৌতূহল ও উত্তেজনা তৈরি করেছে দর্শকদের মধ্যে।
ছবিতে নায়িকা চরিত্রে আছেন রাশমিকা মন্দানা। বিজয়-রাশমিকার এই জুটি আবারও পর্দায় ফিরতে চলেছে, যা ভক্তদের জন্য বাড়তি আনন্দের খবর। ঐতিহাসিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক অভিনয়শিল্পী এবং বিশাল আয়োজন—সব মিলিয়ে সিনেমাটি হয়ে উঠতে পারে তেলেগু দর্শকদের জন্য এক অভিনব অভিজ্ঞতা।
এসএন