অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তার অবর্তমানে এই সিরিজে কিউইদের ১৪ সদস্যের স্কোয়াডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। ইনজুরি কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন পেসার জুটি কাইল জেমিসন এবং বেন সিয়ার্স। তবে, ইনজুরির কারণে ছিটকে গেছেন লকি ফার্গুসন এবং অ্যাডাম মিলনে।
গতমাসে স্যান্টনারের তলপেটের অস্ত্রোপচার করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে উঠে মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ১,৩ ও ৪ অক্টোবরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত তা পারছেন না।
স্যান্টনার ছিটকে যাওয়ায় হতাশ নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার বলেন, 'নিজেদের অধিনায়ককে হারানো কখনোই ভালো লাগে না। তবে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। আর মাইকেল ইতোমধ্যেই এই দলের অধিনায়কত্ব করেছে এবং পাকিস্তানের বিপক্ষে দারুণ কাজ করেছে। তাই আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে সে দলকে ভালোভাবে নেতৃত্ব দেবে।'
ফার্গুসন ছিটকে গেছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে, আর মিলনে পড়েছেন পায়ের ইনজুরিতে। উইল ও'রুর্কে (পিঠের), গ্লেন ফিলিপস (কুচকি) এবং ফিন অ্যালেন (পা) আগেই ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন। এছাড়া ঘরের মাঠে মৌসুমের প্রথম সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। আশা করা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরবেন তিনি।
জিম্বাবুয়েতে জুলাই মাসে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ মিস করা জেমিসন ও সিয়ার্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেমিসন সফরটি মিস করেছিলেন তার প্রথম সন্তানের জন্মের কারণে, আর সিয়ার্স ছিটকে গিয়েছিলেন পাঁজরের ইনজুরিতে। সিয়ার্সকে সম্পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেয়ে খুশি হয়েছেন ওয়াল্টার।
তিনি বলেন, 'শেষ ১২ সপ্তাহে সে অবিশ্বাস্য পরিশ্রম করেছে মাঠে ফেরার জন্য এবং সেখানে দুর্দান্ত কাজ করেছে। তাই তাকে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে পেতে আমরা উত্তেজিত। আমরা ফাস্ট বোলারদের একটি বড় তালিকা তৈরি করছি, কারণ আমরা বুঝতে পারি যে এখন সূচি খুব ব্যস্ত, কিন্তু ফাস্ট বোলিং ভালো পারফরম্যান্সের জন্য একটি প্রধান শর্ত। তাই আমরা নিশ্চিত করতে চাই যে যত বেশি সম্ভব বিকল্প আমাদের হাতে থাকে।'
স্যান্টনারের অনুপস্থিতির কারণে ছোট স্কোয়াডে লেগ-স্পিনার ঈশ সোধিকে রাখা হয়েছে। সোধি জিম্বাবুয়েতে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি খেলেছিলেন এবং ফাইনালে খেলতে পারেননি, যদিও সেই দুটি ম্যাচে যথাক্রমে ২/৩৪ এবং ৪/১২ নিয়েছিলেন। দলে জায়গা ধরে রেখেছেন ডেভন কনওয়ে।
অস্ট্রেলিয়া সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, টিম রবিনসন, বেন সিয়ার্স ও ঈশ সোধি।
এসএস/এসএন