বলিউডের উপর বহু বছর ধরে ছেয়ে আছে আন্ডারওয়ার্ল্ড-এর কালো থাবা। বলিউডের বহু খ্যাতনামা তারকা নানা সময়ে গ্যাংস্টারদের থেকে হুমকিবার্তা পেয়েছেন। কৃষ্ণসার হরিণ হত্যার পর সালমান খান লরেন্স বিষ্ণোইয়ের নিশানায়, যার জেরে নানা সময়ে অঘটনের শিকার কপিল শর্মা-সহ সালমান-ঘনিষ্ঠরা। সেই তালিকায় এবার যোগ হলো দিশা পাটানির নাম।
গত সপ্তাহে দিশার বরেলীর বাড়ির সামনে আচমকা হামলার ঘটনা ঘটে। কয়েক রাউন্ড গুলি চালায় সন্দেহভাজন দুই বাইক-আরোহী। কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন পাটানি পরিবার। আতঙ্ক ছড়ায় বলিউডেও।
ঘটনার দায় স্বীকার করে গোল্ডি ব্রার, রোহিত গোদারা। এ ঘটনার পরেই সেদিন গভীর রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অপরাধীরা পাতালে লুকোলেও তাদের মাটি খুঁড়ে বের করে এনে শাস্তি দেওয়া হবে।
যোগী আদিত্যনাথের কথা দেওয়ার দুইদিন পরে, বুধবার পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর অনুসারে, গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর (স্পেশ্যাল টাস্ক ফোর্স) সঙ্গে গুলি বিনিময় হয় ওই দুই ব্যক্তির। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু এবং অরুণের। উভয়েই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারার শাগরেদ।
আরও জানা গেছে, দুই নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দিন উত্তরপ্রদেশ প্রশাসন দুই অপরাধী এবং পুলিশের মুখোমুখি সংঘর্ষের কথা সংবাদমাধ্যমকে জানায়।
দাবি করে, ঘটনা নিয়ে তদন্ত চলছে।
এসএন