বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ফেডারেশনকে পেশাদারির সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এসকেআইএফ বাংলাদেশের ‘১ম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা ও দ্বিতীয় সেমিনার ও ড্যান গ্রেডিং’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ থেকে ৭৫টি কারাতে ক্লাবের মোট ১৪০০ জন কারাতেকা ও ৮টি বিদেশি কারাতে সংগঠনের প্রায় ৮০ জন কারাতেকা নিয়ে এই মহামিলন মেলার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী।
তিনি বলেন, ‘আত্মরক্ষার জন্য কারাতে শেখা আমাদের বাচ্চাদের জন্য খুব প্রয়োজন। বিএনপি সরকার গঠন করলে কারাতের ওপর জোর দেওয়া হবে।’
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত সিনিয়র সাংবাদিক, কারাতে সংগঠক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা মহানগরের সাবেক সভাপতি এস এম রিয়েল রোমান, এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মাসুম ও রোকনুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক মো. শাহনেওয়াজ (বাহার) এবং কোষাধ্যক্ষ ড. তারেক জেড উপস্থিত ছিলেন।
এ বছরের আয়োজনে প্রধান আকর্ষণ এসকেআইএফের ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর সোসিক শিহান মানাবো মুরাকামি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, শিহান কিতামুরা তেতসুরো, ব্ল্যাক বেল্ট ৭ম ড্যান (জেকেএ)।
এবি/টিকে