দীপিকা পাড়ুকোনের বিদায় নিয়ে একের পর এক শিরোনামে সরগরম বলিউড। বড় বাজেটের ছবি স্পিরিট আর কল্পি ২৮৯৮ এডি- তে তার অংশগ্রহণ না থাকার খবর ছড়িয়ে পড়তেই নানা বিতর্ক উঠেছে।
গুঞ্জন, প্রযোজকদের সঙ্গে পারিশ্রমিক বৃদ্ধি, কাজের সময় কমানো ও অতিরিক্ত সুবিধার মতো দাবি নিয়েই নাকি সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। শেষ পর্যন্ত প্রযোজকেরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন দীপিকা আর থাকছেন না ছবিতে।
কিন্তু সহশিল্পী শাশ্বত চট্টোপাধ্যায় এই বিতর্কে আনলেন ভিন্ন সুর। কল্পি- র শুটিংয়ে দীপিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বললেন, ‘‘সেদিন হায়দরাবাদে বিকেল পাঁচটার মধ্যে আমি বারোটি শট দিয়ে ফেলেছি। অথচ দীপিকা এখনও অপেক্ষা করছেন। হেসে বললেন, আপনাকে আবার ডাকল! আর আমি এখনো অপেক্ষা করছি।’’ শাশ্বতের মতে, এমন ধৈর্যশীল হাসিমাখা অপেক্ষাই আসল পেশাদারিত্ব।
এখানেই শেষ নয়, দীপিকার বিনয়ী স্বভাবেরও প্রশংসা করলেন তিনি। জানালেন, ছোটবেলায় তিনি ছিলেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের ভক্ত। আর আজ তার মেয়ে হিয়া নায়িকা দীপিকার অনুরাগী। প্রজন্মের ভেতর দিয়ে এই ভক্তি যেন এক সেতুবন্ধনের মতো।
প্রযোজকরা যেখানে অভিযোগের আঙুল তুলেছেন দাবি-দাওয়ার দিকে, সেখানে শাশ্বতের স্মৃতিচারণে উঠে এলো এক নিবেদিত, বিনয়ী ও পেশাদার দীপিকার ছবি। তার কথায় স্পষ্ট হলো, বিতর্ক যাই হোক না কেন, সহশিল্পীদের চোখে দীপিকা এখনও সৎ পেশাদার শিল্পী।
কেএন/টিকে