ডাকসু নির্বাচন

অনিয়মের ১১ অভিযোগ জানাল ছাত্রদল সমর্থিত প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে ১১ ধরনের অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তোলা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের নানা অনিয়ম নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

আবিদুল ইসলাম বলেন, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও প্রশাসনের ব্যর্থতা এবং কিছু গোষ্ঠীর হস্তক্ষেপের কারণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। হাজারো শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ প্রশ্নবিদ্ধ হয়েছে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ১১ অভিযোগ হলো: 

>> ভোটার উপস্থিতির আগেই ভোটার তালিকায় স্বাক্ষর দেওয়া এবং নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া ব্যালট পেপার সরবরাহসহ নানা জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভোটার তালিকা ও সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি।

>> ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকায় কারচুপির সুযোগ তৈরি হয়। এছাড়া ছাপানো, বিতরণকৃত, ব্যবহৃত ও ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রার্থীরা বারবার এ বিষয়ে তথ্য চাইলেও প্রশাসন কালক্ষেপণ করেছে।

>> নির্বাচনী ব্যালট কোন প্রেসে ছাপানো হয়েছে, তা গোপন রাখা হয়। পরে নীলক্ষেতের এক ছাপাখানায় বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

>> ভোট গণনা মেশিন ও সফটওয়্যার যাচাই প্রক্রিয়া গোপনে সম্পন্ন করা হয়। এতে প্রার্থী ও ভোটারদের কাউকে অবহিত করা হয়নি। ফলে ভোট গণনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

>> প্রতিটি কেন্দ্রে একজন করে পোলিং এজেন্ট নেওয়ার কথা থাকলেও ভোটের আগের রাতেই তালিকা প্রকাশ করে অনেক প্রার্থীর প্রস্তাবিত এজেন্টকে বাদ দেওয়া হয়। এজেন্ট বাছাইয়ের প্রক্রিয়াও গোপন রাখা হয়।

>> যথাসময়ে এজেন্টদের আইডি কার্ড সরবরাহ করা হয়নি। ফলে অনেক এজেন্ট ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। এ কারণে একাধিক কেন্দ্রে পক্ষপাতদুষ্ট পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

>> প্রার্থীদের জানানো হয়েছিল ৮টি কেন্দ্রে ভোট হবে, কিন্তু নির্বাচনের দিন দেখা যায় ১৮টি কেন্দ্রে ভোট হচ্ছে। এতে নির্দিষ্ট একটি প্যানেল ছাড়া বাকিরা পর্যাপ্ত এজেন্ট নিয়োগ দিতে পারেননি।

>> পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও অস্পষ্টতা ছিল। চিফ রিটার্নিং অফিসারের পরিবর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি নিয়োগ দেয়। অনেক পোলিং অফিসার আচরণবিধি সম্পর্কে ধারণাহীন থেকে সাংবাদিকদের কাছে ভ্রান্ত তথ্য সরবরাহ করেন।

>> নিরাপত্তা দায়িত্বে থাকা বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। অভিযোগ রয়েছে, তাদের সহায়তায় বহিরাগতদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। কয়েকজন বহিরাগতকে শিক্ষার্থীরা আটক করে প্রক্টর অফিসে সোপর্দও করে।

>> ভোট গণনার সময় পোলিং এজেন্টদের কার্যত নিষ্ক্রিয় রাখা হয়। অনেক এজেন্টকে গণনা প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। ফলে অধিকাংশ এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই কেন্দ্র ত্যাগ করেন।

>> অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পাশাপাশি দুপুরের পর অনেক বুথে মার্কার পেন ফুরিয়ে যাওয়ায় ভোটারদের বলপেন ব্যবহার করতে বাধ্য করা হয়। বলপেনে দেওয়া ভোট ওএমআর মেশিনে গণনা হয়নি বলে অভিযোগ রয়েছে। আঙ্গুলে দেওয়া কালি অস্থায়ী হওয়ায় একাধিক ভোটদানের সুযোগ থেকেছে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভারতে গেল উপহারের ৫০০ কেজি সুগন্ধি চাল Sep 22, 2025
img
পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা Sep 22, 2025
img
ইমরান হাশমির সঙ্গে ভাইরাল সেই দৃশ্যের নেপথ্যের ঘটনা জানালেন রাঘব Sep 22, 2025
img
ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধে জিতেছি: হারিস রউফের স্ত্রী Sep 22, 2025
img
ভাঙ্গা নিয়ে ফরিদপুর-৫ আসন কেন হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল Sep 22, 2025
img
ঘোষণা দিয়েছিলেন অভিনয় ছাড়ার, সেই রাজ রিপার ছবি যাচ্ছে অস্কারে Sep 22, 2025
img
দেরিতে হাসপাতালে আসা অর্ধেক ডেঙ্গু রোগীই মারা যাচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে : স্বাস্থ্য মহাপরিচালক Sep 22, 2025
img
৫৮ বছর পর সিরিয়ার কোনো প্রেসিডেন্ট জাতিসংঘে Sep 22, 2025
img
পর্দার আড়ালে বাস্তবেও প্রেমের সম্পর্কে সাইয়ারা জুটি Sep 22, 2025
img

স্বাস্থ্য

ডেঙ্গুতে ২০-৩০ বছর বয়সি রোগীর মৃত্যুহার বেশি: স্বাস্থ্যের পরিচালক Sep 22, 2025
img
মোদিকে কৃতজ্ঞতা জানালেন মোহনলাল Sep 22, 2025
img
দিনাজপুর সীমান্তে বিএসএফের বেড়া, কড়া প্রতিবাদ বিজিবির Sep 22, 2025
উড়ছেন কেয়া পায়েল, ভক্তদের উচ্ছ্বাস! Sep 22, 2025
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পরিকল্পনা নিয়ে কথা বললেন জ্যোতি Sep 22, 2025
ড. ইউনূসের জাতিসংঘ সফর নিয়ে রাশেদ খানের কড়া সমালোচনা Sep 22, 2025
img
স্ত্রীকে হত্যার অভিযোগে ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড Sep 22, 2025
যুক্তরাষ্ট্রের এফ-৩৫-এর প্রতিদ্বন্দ্বী চীনের স্টিলথ জে-২০, নতুন যুদ্ধ কৌশলের ইঙ্গিত Sep 22, 2025
img
তামিমের অভিযোগের জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা Sep 22, 2025
img
চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু হাসপাতালে ভর্তি Sep 22, 2025
img
পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্যে বিশ্বকাপে যাবে বাংলাদেশ Sep 22, 2025