আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্নানার নতুন ছবি থামা এর নিয়ে এখন বলিউডে উত্তেজনা তুঙ্গে। মাত্র এক মাস বাকি থাকায় দীপাবলির জন্য মুক্তির আগে ছবিটি দর্শক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। এটি মাডক হরর কমেডি সিনেমাটিক ইউনিভার্সের (MHCU) অংশ এবং প্রথম থেকে এটি পেন মারুধরের মাধ্যমে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জিও স্টুডিওস থামা এর মুক্তির দায়িত্ব নিতে পারে।
শিল্প সূত্রের খবর, মাডক ফিল্মসের দীনেশ বিজান জিওর সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে খুবই কাছাকাছি। পিভিআর পিকচারের প্রাক্তন কর্মকর্তা দীপক শর্মা আগামী মাসে জিওতে যোগ দেবেন এবং তিনি ছবির রোলআউট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
যদি এই চুক্তি চূড়ান্ত হয়, তাহলে মাডকের বিতরণ কৌশলে বড় পরিবর্তন হবে। কারণ পেন মারুধর ভেদিয়া (২০২২)–এর পর থেকে মাডকের বেশিরভাগ হিট ছবি মুক্তি দিয়েছে, যার মধ্যে আছে মুনজ্যা, ছাভা, ভুল চুক মাফ, এবং ব্লকবাস্টার স্ট্রি ২।
অদিত্য সারপোতদার পরিচালিত থমা-তে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং পরশ রাওয়াল, যা হরর, কমেডি এবং ড্রামার মিশ্রণ উপস্থাপন করবে। জিও স্টুডিওস যদি মুক্তি তত্ত্বাবধানের দায়িত্ব নেয়, তাহলে ছবির রিলিজ আরও বিস্তৃত দর্শক পর্যন্ত পৌঁছাতে পারবে।
এখন সব নজর চুক্তি চূড়ান্ত হবে কিনা তার দিকে। এটি শুধু থামারর জন্য নয়, মাডকের আগামী সিনেমার বিতরণ নীতি ও ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
এমকে/টিএ