অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড বিজিমানা।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাণিজ্য, কৃষি, মানবসম্পদ উন্নয়ন এবং শান্তিরক্ষা সহযোগিতায় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
উভয় পক্ষ বহুপাক্ষিকতার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতির উপর জোর দেয় এবং শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জাতিসংঘ এবং অন্যান্য ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করে।
এমকে/এসএন