আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার জানিয়েছে, ইরানে আটক দুই ফরাসি নাগরিকের কনসুলার সুরক্ষার অধিকার লঙ্ঘনের অভিযোগে করা মামলা থেকে ফ্রান্স সরে দাঁড়িয়েছে।
ফ্রান্স বারবার অভিযোগ করে এসেছে, সেসিল কোলার এবং তার সঙ্গী জ্যাক প্যারিসকে ইরান ইচ্ছামতো আটক রেখেছে, তাদের তেহরানের এভিন কারাগারে নির্যাতনের মতো অবস্থায় রাখা হয়েছে এবং যথাযথ কনসুলার সুরক্ষা দেওয়া হয়নি। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।
আদালতের ঘোষণায় জানানো হয়, কেন প্যারিস মামলা প্রত্যাহার করেছে সে বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, আইসিজে বা বিশ্ব আদালতে এই মামলা ছিল ইরানের ওপর চাপ প্রয়োগের একটি প্রচেষ্টা, যাতে আটক নাগরিকদের মুক্তি আদায় করা যায়। অন্যদিকে, ইরান এ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন।
এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এবি/টিএ