গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ভয়াবহতা বাড়তে বাড়তে আশপাশের বসতবাড়ি ও স্কুলসহ নানা স্থাপনায় ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, প্রথমে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর কোনাবাড়ী, সারাবো ও কাশিমপুর স্টেশনের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নেভাতে আমাদের সাতটি ইউনিট কাজ করছে। এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সর্বোচ্চ চেষ্টা চলছে।
ইউটি/টিএ