দ্বারপ্রান্তে আছি। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ বৈঠকটিকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর মুসলিম নেতাদের সঙ্গে আলোচনার পরই গাজার যুদ্ধ নিয়ে তারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ট্রাম্প। এর আগে সাংবাদিকদের গাজা সম্পর্কে এ তথ্য জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, “বুধবারের বৈঠকে অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আমার (এখন) ইসরায়েলের সঙ্গে বৈঠক করতে হবে। ইসরায়েল জানে আমি কি চাই। আমার আশা সেটি আমরা করতে পারব। আমার প্রত্যাশা আমরা এটি করতে পারব। (গাজায়) অনেক মানুষ মারা যাচ্ছেন।”
জিম্মিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা জিম্মিদের ফেরত চাই। আমরা তাদের সবাইকে একসঙ্গে ফেরত চাই।”
গাজা নিয়ে আজই সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি। তবে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
এদিকে মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ২১ দফা উত্থাপন করেন ট্রাম্প। এতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তিসহ বিভিন্ন বিষয় রয়েছে। অপরদিকে মুসলিম নেতারা ট্রাম্পকে জানান, ইসরায়েল গাজার গাজা সিটিতে যে স্থল হামলা চালাচ্ছে সেটি হওয়া উচিত নয়। এছাড়া দখলদার ইসরায়েলের পশ্চিমতীর অধিগ্রহণের হুমকি নিয়েও সতর্কতা দেন তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ইএ/টিএ