জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে খিলক্ষেত থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে খিলক্ষেত ফুট ওভারব্রিজ থেকে সাতজন হকারকে আটক করেছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও বারবার নিষেধ সত্ত্বেও হকাররা ওভারব্রিজে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এই অবস্থায় খিলক্ষেত থানা পুলিশ অভিযান চালায় এবং দোকান উচ্ছেদ করে ৭ জনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে স্বাগত জানিয়েছেন এবং জনস্বার্থে ফুটওভারব্রিজ ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত আগস্ট মাসের ১৬ তারিখে খিলক্ষেতের নিকুঞ্জে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আবির হাসান ও খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এলাকাবাসীর পক্ষ থেকে ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছিল। এরপর থেকেই খিলক্ষেত থানা পুলিশ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিয়ে কাজ করছিল।
এদিনের অভিযান প্রসঙ্গে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, "প্রতিদিনই আমরা ফুটপাত দখলমুক্ত করতে কাজ করে গেছি, কিন্তু তবুও হকাররা ফুটপাত দখল করে দোকান বসাতো। তাই আজ আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের সর্বোচ্চ হস্তক্ষেপ চলমান থাকবে। জনগণের ভালো থাকার পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, এ কর্তব্য আমরা পালন করে যাবো।"
এসএন