সারা দেশে এবার মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদ্যাপন পরিষদ।
শারদীয় দুর্গাপূজার সার্বিক বিষয় নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঢাকা মহানগরেই পূজা অনুষ্ঠিত হবে ২৫৯টি মণ্ডপে।
তারা বলেন, তবে পূজা প্রস্তুতির মধ্যে দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এমকে/এসএন