‘৯৬’- তামিল সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায়। সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। শোনা যাচ্ছিল, নাকি সৃজনশীল দ্বন্দ্বের কারণে ‘৯৬ পার্ট ২’ বন্ধ হয়ে গেছে। তবে এবার সব জল্পনার অবসান ঘটালেন পরিচালক প্রেম কুমার নিজেই।
এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানালেন, ছবিটি বাতিল হয়নি। বরং সিক্যুয়েলের চিত্রনাট্য ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং এটিকে তিনি তার জীবনের সেরা লেখা বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, প্রযোজক ইশারি গণেশ গল্পে এতটাই মুগ্ধ হয়েছেন যে, আনন্দে প্রেমকে কয়েক লাখ টাকার সোনার চেইন উপহার দিয়েছেন।
তবে প্রেম কুমারের শর্ত একটাই এই সিক্যুয়েল কেবল তখনই পর্দায় আসবে, যখন মূল ছবির জুটি বিজয় সেতুপতি ও ত্রিশা ফিরবেন। তাদের ছাড়া ‘৯৬’-এর আবেগ পূর্ণতা পাবে না বলেই তিনি বিশ্বাস করেন। যদিও তারকা-জুটির সময়সূচি ও অঙ্গীকারের কারণে প্রকল্পটি কিছুটা দেরিতে শুরু হতে পারে, তবে সিনেমাটি যে এগোচ্ছে, তা নিশ্চিত করেছেন নির্মাতা।
চিরন্তন প্রেমের কাব্য হয়ে ওঠা ‘৯৬’ ভক্তদের মনে এখনো অমলিন। তাই সিক্যুয়েলের খবরেই দর্শকদের মধ্যে আবারও তৈরি হয়েছে প্রবল উত্তেজনা।
এমকে/এসএন