নির্মাণের পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও নিশাত সালওয়া। ঢাকার আনন্দ, আজাদ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটরিয়ামসহ দেশজুড়ে ২৮টি একক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানালেন পরিচালক।
তিনি বলেন, প্রডিউসারের একটু ঝামেলা ছিল। পাশাপাশি আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করছিলাম। ভালো সময়ের অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। ছবিটা প্রেমের গল্প, স্বপ্নভঙ্গের গল্প। রাজকন্যার স্বপ্ন আর বাস্তবতার জটিলতাকে তুলে আনা হয়েছে।
এই সিনেমাটি ছাড়াও আজ শুক্রবার দেশের হলে মুক্তি পেয়েছে আরো দুটি সিনেমা। মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’, এটি মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে অবশেষে এটি দেশে মুক্তি পেয়েছে।
অন্যদিকে আরেকটি হলো, এস এম শফিউল আযম পরিচালিত ‘উদীয়মান সূর্য’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর। লিনেট ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী।
ঢাকার ম্যাজিক মুভি থিয়েটার, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, দিনাজপুরের ফুলবাড়ীর অবকাশ সিনেমা, নরসিংদীর গোপালদীর চলন্তিকা সিনেমাসহ দেশজুড়ে সাতটি সিনেমা হলে মুক্তি পেয়েছে উদীয়মান সূর্য।
এসএস/এসএন