জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি তার টিমকে নিয়ে হঠাৎ কক্সবাজারে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও রিলস পোস্ট করার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন- তো কি কাবিলা, পাশা, হাবু, নেহাল, জাকিররা এবার সমুদ্র তীরে চিল করতে গেলেন? অনেকে আশা করছেন, এই চমক নতুন সিজনের আগাম এপিসোডে দেখা যাবে।
নাটকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, এই শুটিং ‘ব্যাচেলর ভাইব’ নামে একটি তিন দিনের বিশেষ কনটেন্টের জন্য ছিল। তিনি বলেন, ‘অপ্পো এ সিক্স প্রো ফোনের মাধ্যমে এই সারপ্রাইজিং কনটেন্টের শুটিং করা হয়েছে। এতে একজন নতুন ফিমেল কাস্টিংও দেখা যাবে।’ উল্লেখ্য, কনটেন্টটি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বুম ফিল্মসের ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে রিলিজ হবে।
ব্যাচেলর পয়েন্ট-এর সিজন ৫ বর্তমানে প্রচার হচ্ছে। দর্শকরা এটি দেখতে পাচ্ছেন চ্যানেল আই টিভি, বুম ফিল্মস ইউটিউব চ্যানেল এবং বঙ্গ অ্যাপে। ইতোমধ্যে অ্যাপে ৩০টির বেশি এপিসোড প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
নতুন সিজনে আবার দেখা মিলেছে সিরিয়ালের জনপ্রিয় চরিত্র ‘জেন্টেলম্যান’ নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে। এছাড়া শামীমা নাজনীন, ইশতিয়াক আহমেদ রুমেলসহ অন্যান্য চরিত্রও নতুনভাবে উপস্থিত। নির্মাতা অমি জানিয়েছেন, ভবিষ্যতে আরও কিছু সারপ্রাইজিং চরিত্র সিরিয়ালে দেখা যাবে। এমনকি থাকতে পারেন ব্যাচেলর পয়েন্টের ‘মোস্ট ওয়ানটেড’ চরিত্র রোকেয়া!
এসএস/টিএ